DoinikBarta_দৈনিকবার্তা Pietersen_bg_547926927

দৈনিকবার্তা-ইংল্যান্ড, ১৩ মে ২০১৫: ইংল্যান্ড জাতীয় দলে সুযোগ পাবেন এমন আশা নিয়েই ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ(আইপিএল) বাদ দিয়ে ইংলিশ কাউন্টি ক্রিকেটকে বেছে নিয়েছিলেন ইংলিশ তারকা ব্যাটসম্যান কেভিন পিটারসেন। কিন্তু সে স্বপ্ন ভঙ্গ হওয়ায় এখন আবারো আইপিএলে ফিরছেন তিনি। নিজ দল সানরাইজ হায়দ্রাবাদে যোগ দিচেছন পিটারসেন।কাউন্টি ক্রিকেটে লিচেস্টারশায়ারের বিপক্ষে সারের হয়ে ট্রিপল সেঞ্চুরি হাকিয়ে আসন্ন এ্যাশেজ সিরিজে ইংল্যান্ড জাতীয় দলে ডাক পাবেন বলে আশা করছিলেন সাবেক এ তারকা ব্যাটসম্যান। কিন্তু ইসিবির নতুন ডিরেক্টর এন্ড্রু স্ট্রস বিশ্বাস ইস্যুর কথা বলে তার (পিটারসেন) দরজা বন্ধ করে দেয়।ইংল্যান্ড তার সঙ্গে বেইমানী’ করেছে বলে মনে করছেন ৩৪ বছর বয়সী পিটারসেন।ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় নিজের কলামে পিটারসেন লিখেছেন, কেউ আমাকে ডেকে কথা বলেনি। কাউন্টি ক্রিকেট খেলার জন্য আমি বিপুল অংকের আইপিএল চুক্তি বাতিল করেছি। আমাকে দেয়ার মত অনেক বেশি অর্থ সারের তহবিলে নেই। সুতরাং আমাকে কেবল দাতব্য প্রতিষ্ঠানে দান করার জন্য প্রদর্শনী ম্যাচ খেলতে হবে আমি কিছুই পাবনা। এমন তামাশা আমাকে রাস্তায় নামিয়ে দেয়ার সামিল বলে আমি মনে করছি। তারা সকলেই জানত এটা আমার জন্য মৃত্যুও সামিল।মৌসুম পূর্ব নিলামে ২ কোটি রুপির বিনিময়ে পিটারসেনকে দলে নেয় সান রাইজার্স হায়দ্রাবাদ।

কিন্তু ইংল্যান্ড জাতীয় দলে পুনরায় সুযোগ পাওয়ার লক্ষ্যে কাউন্টি ক্রিকেট খেলার বিষয়ে হায়দ্রাবাদ কেন্দ্রিক দলটির সঙ্গে চুক্তিতে পৌছতে সম্মত হন পিটারসেন। তাই সব আশা শেষ হয়ে যাওয়ায়ায় তিনি এখন আইপিএল খেলতে ইচছুক।তিনি বলেন, ‘আইপিএল চুক্তি অনুযায়ী টুর্নামেন্টের শেষ পর্যায়ে আমাকে পুনরায় ডাকার অধিকার সান রাইজার্স হায়দ্রাবাদের রয়েছে। সুতরাং তাদের অনুরোধে শুক্রবার আমি ভারতের উদ্দেশ্যে রওনা হচিছ। আমাকে ঠান্ডা হতে এবং এরপর আমি কি করতে যাচ্ছি সেটা অনুধাবন করতে এটা আমার জন্য দারুন এক সুযোগ। ইংল্যান্ডের জার্সি গায়ে চাপাতে না পেরে আমি দু:খিত।লীগে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে থাকা হায়দ্রাবাদের প্লে অফ ম্যাচ খেলার সুযোগ রয়েছে। এমনকি পিটারসেনকে দলে নেয়ার বিষয়ে টিম ম্যাজেমেন্ট এখনো কোন কমিটমেন্ট করেনি তথাপি ডেভিড ওয়ার্নারের নেতৃত্বধীন দলটি এ তারকা ব্যাটসম্যানকে নিশ্চিত স্বাগত জানাতে প্রস্তুত।