Ronaldp_bg_547790015

দৈনিকবার্তা-ঢাকা, ১৮ মে: রোববার লা লিগা ম্যাচে দুর্দান্ত এক হ্যাটট্টিক করে রিয়াল মাদ্রিদের হয়ে সর্বকালের সর্বোচ্চ্ গোলদাতার তালিকার আরও কাছাকাছি চলে আসলেন ক্রিশ্চিয়ানো রোনালদো৷ এসপানিওলের বিপক্ষে তিন গোল করে রিয়ালের হয়ে গোলসংখ্যায় এদিন কিংবদন্তী ডি স্টেফানোকে পেছনে ফেলেন সিআর সেভেন৷ রোববার রোনালদো হ্যাটট্টিকে এসপানিওলকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারায় রিয়াল মাদ্রিদ৷ তবে অন্য ম্যাচে অ্যাটলেটিকোকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয় করে বার্সেলোনা৷রোববারের ম্যাচটি রোনালদোর জন্য ছিল অম্ল-মধুর৷ অসাধারণ এক হ্যাটট্টিক করে ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল থাকলেও এবারও রিয়ালকে লিগ শিরোপা জেতাতে ব্যর্থ হয়েছেন তিনি৷রোববার খেলার ৫৯ মিনিটে বাঁ পায়ের জোরালো শটে গোল করে রিয়ালকে এগিয়ে নেন রোনালদো৷ নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার সাত মিনিট আগে হাভিয়ের হার্নান্দেজের পাস থেকে বল পেয়ে ডান পায়ের শটে নিজের দ্বিতীয় েেগার করেন সিআর সেভেন৷ ৯০ মিনিটের সময় বুলেট গতির হেডে নিজের হ্যাটট্টিক পূর্ণ করেন এই পর্তুগিজ সুপারস্টার৷

images

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে এক গোল করার মধ্য দিযে রিয়ালের হয়ে গোলসংখ্যায় কিংবদন্ত ডি স্টেফানোকে স্পর্শ করেন রোনালদো৷ রোববার এসপানিওলের বিপক্ষে হ্যাটট্টিক করে স্টেফানোর চেয়ে ৩ গোল এগিয়ে যান তিনি৷ক্রিশ্চিয়ানো রোনালদো আপাতত রিয়াল মাদ্রিদের হয়ে ৩১০ গোল করে ডি স্টেফানোর চেয়ে ৩ গোল এগিয়ে রয়েছেন৷ সর্বোচ্চ ৩২৩ গোল নিয়ে সবার ওপরে রয়েছেন আরেক কিংবদন্তী রাউল গঞ্জালেস৷ আগামী মৌসুমেই রোনালদো রাউলকে ছাড়িয়ে যাবেন সেটা সহজেইঅনুমেয়৷২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদের যোগ দেয়ার পর ৬ মৌসুমে মাত্র ২৯৯ ম্যাচে ৩১০ গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো৷ অন্যদিকে ৩২৩ গোল করতে রাউলকে খেলতে হয়েছে ৭৪১ ম্যাচ৷