image_117024_0

দৈনিকবার্তা-ঢাকা, ২৫ মে: প্রেম ও দ্রোহের কবি, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মবার্ষিকীতে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ৷ এছাড়া বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়৷সোমবার ভোরের সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবির সমাধিতে শ্রদ্ধা জানাতে আসা মানুষের ঢল নামে৷কবির পরিবার, ঢাকা বিশ্ববিদ্যালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়৷

সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে মন্ত্রী আসাদুজ্জামান নূর কবির মাজারে শ্রদ্ধা জানান৷ শ্রদ্ধা জানাতে এসে তিনি বলেন, কবি নজরুল যে মৃতু্যঞ্জয়ী তার প্রমাণ হলো, আজ আমরা যখনই কোনো সাংস্কৃতিক সংকটে পড়ি তখনই আশ্রয় খুঁজি তার কবিতায়৷ তিনি সব সময়ই আমাদের কাছে অনুপ্রেরণার উত্‍স৷ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, নজরুল এমন একজন কবি যিনি সব কালেই সমসাময়িক৷ যখন সন্ত্রাস জঙ্গিবাদসহ বিভিন্ন সমস্যায় জাতি আক্রান্ত হয়, তখন প্রাসঙ্গিক হয়ে ওঠে নজরুলের কবিতা-গান৷

তবে কবি নজরুলকে যেভাবে চর্চা করা উচিত্‍ ছিল ঠিক সেভাবে হচ্ছে না অভিযোগ করে কবির নাতনী খিলখিল কাজী বলেন, সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করতে নজরুলকে আরও বেশি বেশি চর্চার প্রয়োজন ছিল৷ কিন্তু তাকে সেভাবে চর্চা করা হচ্ছে না৷ ব্যবহার করা হচ্ছে না তার রচিত গানগুলো৷সকাল থেকেই কবির মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, নজরুল একাডেমি, নজরুল সঙ্গীত শিল্পী পরিষদ, জাতীয় কবিতা পরিষদ, উদীচী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট,বঙ্গবন্ধু কবিতা পরিষদ, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সর্বধর্মীয় কবিতা পরিষদসহ আরও অনেক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান৷

এদিকে, নজরুল ছিলেন অন্যায়ের বিরুদ্ধে সবসময়ের বিদ্রোহী৷ চিন্তা- চেতনায় তাকে ধারণ করতে পারলে আমরা মাথা তুলে দাঁড়াতে পারবো৷ আমাদেরকে আর মাথানত করতে হবেনা৷নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ৷ বিশ্ব বাঙালি সম্মেলন ও বিশ্ব কবিতা কংগ্রেসের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬ তম জন্মদিন উপলক্ষে তার সমাধিস্থলের সামনে এ সভার আয়োজন করা হয়৷কবি আবদুল খালেকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সাবেক প্রধান বিচারপতি এম তোফাজ্জেল ইসলাম, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কবি নজরুলের দৌহিত্র সুবর্ণ কাজী প্রমুখ৷আ স ম ফিরোজ বলেন, আমরা কবিকে তখন সেভাবে চিনতে পারিনি কিন্তু চিনেছিলেন বঙ্গবন্ধু৷ সেজন্যেই তিনি তাঁকে সসম্মানে দেশে নিয়ে এসেছিলেন৷ এই দেশেই তাঁর ইচ্ছানুযায়ী সমাধির ব্যবস্থা করেছিলেন৷তিনি বলেন, আজকে যারা মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করছে, মানুষকে বাসে পুড়িয়ে হত্যা করে, যারা মা-বোনদেরকে লাঞ্ছিত করে তাদের বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে৷ নজরুল আমাদেরকে বিদ্রোহ শিখিয়েছেন, তাঁর থেকে অনুপ্রেরণা নিয়ে এদের বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে৷

মুক্তিযোদ্ধা মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, তার সংগ্রামী লেখনীর কারণেই তিনি বারবার জেলে গিয়েছিলেন৷ তিনি সারাজীবন আমাদের জাতীয় জীবনে অনুপ্রেরণার উত্‍স হয়ে থাকবেন৷ সাধারণ মানুষদের জন্যে তার যে লেখনী তা অমর থাকুক এই কামনা করি৷সুবর্ণ কাজী বলেন, নজরুল ছিলেন আধ্যাত্মিক পুরুষ৷ তিনি আল্লাহ-রাসুলে বিশ্বাস করতেন৷ যদি আপনারা তাকে ভালোবাসেন তাহলে আল্লাহ- রাসুলকে মানবেন এই দাবী রইলো৷ আর যদি আপনারা তাকে গুরু মানেন তাহলে মানুষকে ভালোবাসবেন৷তিনি আরো বলেন, নজরুল সারাজীবন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান সবার মধ্যে একতার গান গেয়ে গেছেন৷ আমাদের তাকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে অসামপ্রদায়িক গোষ্ঠী গড়ে তোলার কাজ করতে হবে৷’

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬ তম জন্মবার্ষিকী আজ সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে৷ এ উপলক্ষে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়৷এ বছর জাতীয় পর্যায়ে কবির জন্মবার্ষিকীর অনুষ্ঠান আয়োজন করা হয় কুমিলস্নায়৷ এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে কুমিল্লায় নজরুল৷ সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় কুমিলস্নার ঐতিহ্যবাহি টাউনহল মাঠে তিন দিনব্যাপী এ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অনুষ্ঠান উদ্বোধন করেন৷

পরে কবির সমাধি প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় সংস্কৃতি মন্ত্রী বলেন, সাম্প্রতিককালে সাম্প্রদায়িকতা ও মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে শক্তি যোগাতে নজরম্নলের কাব্য প্রেরণাকে প্রাণে ধারণ করতে হবে৷ নজরম্নল অসম্প্রদায়িক চেতনার কবি, প্রেম-দ্রোহ-সাম্যের কবি৷ তিনি মানুষ ও মানবতার জয়গান গেয়েছেন সবসময়৷ অজ্ঞতা, কুসংস্কার, কূপম-ূকতা ও অসংলগ্নতাকে পরাভূত করার মন্ত্র্র দিয়ে গেছেন৷ তাঁর অসাম্প্রদায়িক ও মানবিক চেতনার বার্তাকে সবার মধ্যে পেঁৗছে দিতে আজ আমরা তাঁর জন্মবার্ষিকী জাতীয়ভাবে উদ্যাপন করছি৷পরে কবির সমাধি প্রাঙ্গণে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়৷ স্মরণ সভায় সংস্কৃিত মন্ত্রী আসাদুজ্জামান নূর, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আখতারম্নজ্জামান, বাংলা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. বেগম আকতার কামাল বক্তব্য রাখেন৷ নজরম্নল গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক সৌমিত্র শেখর অনুষ্ঠান সঞ্চালন করেন৷ আলোচনা শেষে বিশ্ববিদ্যালয়ের সঙ্গিত বিভাগের শিক্ষক ও শিক্ষাথর্ীরা অনুষ্ঠানে সঙ্গিত পরিবেশন করেন৷

এদিকে কবির জন্মদিনে ‘নজরম্নল গবেষণা কেন্দ্র’র আয়োজনে দিনব্যাপী এক জাতীয় সেমিনার বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়৷ এমিরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান৷বাংলা একাডেমি আজ একাডেমির নজরম্নল মঞ্চে একক বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে৷ ‘নজরম্নলের প্রবন্ধ : রাজনৈতিক ভাবনা’ শীর্ষক একক বক্তৃতা অনুষ্ঠানে বক্তৃদের দেন অধ্যপক ড. মাহবুবুল হক৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম৷অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, প্রাবন্ধিক নজরুল তাঁর সাম্যবাদী-অসামপ্রদায়িক সত্তার প্রকাশ ঘটিয়েছেন তাঁর প্রবন্ধ-নিবন্ধ ও সম্পাদকীয় কলামে৷ এসব রচনায় যে নিভর্ীক-সাহসী-মানবতাবাদী নজরম্নলের পরিচয় আমরা পাই তা সমগ্র নজরম্নলেরই অনিবার্য অংশ৷ প্রাবন্ধিক নজরম্নল বিষয়ে আরো বিসত্মৃত গবেষণা হওয়া জরম্নরি৷

এদিকে নজরম্নল জয়নত্মী উপলক্ষে সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ঢাকা মহানগর সংসদের গ্রন্থাগার ও পাঠচক্র বিভাগ এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে৷ উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি অধ্যাপক ড. রতন সিদ্দিকী৷ এছাড়াও নতুনধারা বাংলাদেশ-এনডিবি এবং রম্নট বাংলাদেশ কবির জন্মদিন উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে৷