Thakurgaon Neem Tree Pic_1

দৈনিকবার্তা-ঠাকুরগাঁও, ৭ জুন: মরা নিমগাছটি এই মুহুর্তে কেটে ফেলে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা জরুরী হলেও কিষন চন্দরের গল্পের সেই গাছের মতোই কর্তৃপক্ষের পদক্ষেপের দীর্ঘসূত্রিতার কারণে গাছটি এখন সবার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতের এক নম্বর গেটের পাশে দাঁড়িয়ে আছে একটি বিশাল আকারের মরা নিমগাছ। নিমতলা বলে খ্যাত এই গাছের আশেপাশে গড়ে উঠেছে কয়েকটি চা ও পানের দোকানসহ বিভিন্ন দোকানপাট। অদূরে পত্রিকার দোকান থাকায় আইনজীবী ও সাংবাদিকরাও এই নিমতলায় আনাগোনা করেন। কিন্তু মরা নিমগাছটি বা এর বড় বড় ডালপালা কখন ভেঙ্গে পড়ে এজন্য সবাই তটস্থ থাকেন।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আব্দুল হালিম ও প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক জানান, এখানে সবসময় লোকজনের ভিড় থাকে। মরা নিমগাছটি শিগগির কেটে ফেলা উচিৎ। তা নাহলে যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। কয়েক বছর আগে এই আদালত প্রাঙ্গণে বট গছের একটি মরা ডাল ভেঙ্গে পড়ে এক ব্যক্তি নিহত হয়।গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহানুর জানান, আদালত কর্তৃপক্ষ আমাদের কাছে গাছটি কেটে সরিয়ে নিতে বলেননি। চিঠি পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।