images-72

দৈনিকবার্তা-বগুড়া, ০৭ জুন: ১৫ লাখ টাকা মুক্তিপনের দাবীতে বগুড়ার ধুনট উপজেলায় কামাল পাশা (৩০) নামে এক কাপড় ব্যবসায়ীকে অপহরন করেছে দূর্বৃত্তরা। ব্যবসায়ী কামাল পাশা বগুড়ার ধুনট উপজেলার কালেরপড়া ইউনিয়নের ধুলাউড়ি গ্রামের লুৎফর রহমান সরকারের ছেলে। অপহৃতর স্ত্রী খুকুমনি বলেন, আমার স্বামী ধুনট শহরের দ্যা গ্রেড শপিং সেন্টারের কাইয়ুম বস্ত্র বিতানের মালিক। সেখানে তৈরী পোশাকের ব্যবসা করেন। অন্যান্য দিনের ন্যায় বৃহস্পতিবার সন্ধায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ী ফিরে আসেনি। পরে তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।

এ অবস্থায় আত্মীয়-স্বজনদের বাড়িতে অনুসন্ধান করতে থাকি। এক পর্যায়ে শনিবার (৬জুন) দুপুর ২টার দিকে অজ্ঞাত পরিচয় ব্যাক্তি মোবাইল ফোনের মাধ্যমে ১৫ লাখ টাকা মুক্তিপন দাবী করে। ওই মোবাইল ফোন থেকে জানানো হয়, আমার স্বামীকে তারা অজ্ঞাত স্থানে আটক রেখেছে। তাদের ১৫ লাখ টাকা দিলে তবেই আমার স্বামীকে মুক্তি দিবে। পরে এ ঘটনায় শনিবার রাতে ধুনট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহরমান জানান, ব্যবসায়ী কামাল পাশা বগুড়া জেলা শহরের মোকামে কাপড় কিনতে যান। পরে সেখান থেকে ওই ব্যবসায়ীকে আর খুজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় ধুনট থানায় একটি সাধারন ডাইরী (জিডি) করে দূর্বৃত্তের মোবাইল ফেনের কল লিষ্টের সূত্র ধরে নিখোঁজ ব্যবসায়ীকে উদ্ধার করতে অভিযান অব্যাহত রয়েছে।