Jhenidah seeds distribution Photo 21-06-15

দৈনিকবার্তা-ঝিনাইদহ, ২১ জুন: ঝিনাইদহ সদর উপজেলার মুনুড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কৃষকদের মাঝে জিংক সমৃদ্ধ ব্রি-৬২ ধানের বীজ বিতরণ করা হয়েছে। রোবরার দুপুরে এলাকার ১১৬ জন কৃষক-কৃষাণীর মাঝে এ বীজ বিতরণ করা হয়। হারভেষ্ট প্লাস এর সৌজন্যে ও আস’র আয়োজনে ঘোড়শাল ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নিত্যগোপাল শিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এস এ টিভি, দৈনিক বণিক বার্তা ও রাইজিংবিডি ডটকম এর ঝিনাইদহ প্রতিনিধি এবং দৈনিক বীরদর্পণ এর সিনিয়র স্টাফ রিপোর্টার ফয়সাল আহমেদ, ইউপি সদস্য অশোক কুমার ও হরশিত বিশ্বাস।

অনুষ্ঠান পরিচালনা করেন আস’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম। বিতরণ অনুষ্ঠানে ১১৬ জন কৃষক-কৃষাণী ৪ ও ৫ কেজি করে ব্রি-৬২ জিংক সমৃদ্ধ ধান এর বীজ বিতরণ করা হয়। বক্তারা বলেন, মাত্র ১০০ দিনে জিংক সমৃদ্ধ ব্রি-৬২ ধান ঘরে তোলা যায় এবং এর ফলন বিঘা প্রতি ২৫ মন হয়।