1424806929_TOFAIL

দৈনিকবার্তা-ঢাকা, ২৪ জুন: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ২০১৩-১৪ অর্থবছরে বাংলাদেশ তৈরি পোশাক রফতানি খাতে রেকর্ড পরিমাণ ৩০ হাজার ১৮৬ দশমিক ৬২ মিলিয়ন মার্কিন ডলার অর্জন করেছে।তিনি বুধবার সংসদে সরকারি দলের সদস্য হাবিবুর রহমান মোল্লা’র এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।মন্ত্রী বলেন, ২০০৯-১০ অর্থবছরে রফতানি আয় হয়েছে ১৬ হাজার ২০৪ দশমিক ৬৫ মিলিয়ন মার্কিন ডলার, ২০১০-১১ অর্থবছরে রফতানি আয়ের পরিমাণ ২২ হাজার ৯২৮ দশমিক ২২ মিলিয়ন মার্কিন ডলার, ২০১১-১২ অর্থবছরে রফতানি আয়ের পরিমাণ ২৪ হাজার ৩০১ দশমিক ৯০ মিলিয়ন মার্কিন ডলার, ২০১২-১৩ অর্থবছরে রফতানি আয়ের পরিমাণ ২৭ হাজার ২৭ দশমিক ৩৬ মিলিয়ন মার্কিন ডলার।তিনি বলেন, বাংলাদেশ থেকে বিভিন্ন খাতে ৭২৯টি পণ্য বিদেশে রফতানি হয়ে থাকে।

এর মধ্যে রয়েছে- বিশেষায়িত টেক্সটাইলস, নিটওয়্যার, ওভেন গার্মেন্টস, হোম টেক্সটাইলস, হিমায়িত খাদ্য, কৃষিজাত পণ্য, সিমেন্ট, পেট্রোলিয়াম পণ্য, কেমিক্যাল পণ্য, প্লাস্টিক পণ্য, রাবার, লেদার, লেদার পণ্য, কাঠ ও কাঠের তৈরি পণ্য, হাতের তৈরি পণ্য, কাঠ ও বাঁশ থেকে তৈরি পণ্য, কাগজ ও কাগজজাত পণ্য, প্রিন্টিং দ্রব্যাদি, সিল্ক, উল ও উলজাত পণ্য, সুতা ও সুতাজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, সিরামিক পণ্য, কাঁচ ও কাঁচের তৈজষপত্র, প্রকৌশল দ্রব্যাদি, জাহাজ ইত্যাদি।জাতীয় পার্টির সদস্য মোহাম্মদ ইলিয়াছের অপর এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের মে পর্যন্ত ২৮ হাজার ১৪৪ দশমিক ৩৮ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের বিভিন্ন ধরনের পণ্য বাংলাদেশ থেকে রফতানি করেছে।সরকারি দলের সদস্য সফুরা বেগমের এক প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, ১৯৯১-৯২ অর্থবছর থেকে ২০১৩-১৪ অর্থবছর পর্যন্ত বাংলাদেশ থেকে বিদেশে সব্জি রফতানি বাবদ ৮৭০ দশমিক ৮৬ মিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা আয় হয়েছে।