Doinikbarta-ShakibAlHasan_1778638
দৈনিকবার্তা-ঢাকা, ২৫ জুন ২০১৫: শ্রীলংকার তিলকরতেœ দিলশানকে সরিয়ে আইসিসি ওয়ানডে অলরাউন্ডারদের র‌্যাংকিং তালিকায় শীর্ষস্থান দখল করেছেন বাংলাদেশের সাকিব আল হাসান। সদ্য শেষ হওয়া ভারতের বিপক্ষে সিরিজে ব্যাট-বল হাতে ভালোই পারফরমেন্স করেছেন তিনি। ৩ ম্যাচে ব্যাট হাতে ১২৩ রান ও বল হাতে ৩ উইকেট শিকার করেন সাকিব। তাই এই পারফরমেন্সের ফল হিসেবে ৪০৮ রেটিং নিয়ে অলরাউন্ডারদের র‌্যাংকিং-এ শীর্ষস্থান দখল করলেন সাকিব।

ওয়ানডেতেও অলরাউন্ডারদের শীর্ষস্থান দখল করায় ক্রিকেটের তিন ফরম্যাটেই এখন শীর্ষে রয়েছেন সাকিব। টেস্টে ৩৮১ রেটিং ও টুয়েন্টি টুয়েন্টিতে ৪০৮ রেটিং নিয়ে শীর্ষে রয়েছেন সাকিব।

আইসিসি ওয়ানডে র‌্যাংকিং (অলরাউন্ডার) :
বর্তমান র‌্যাংকিং পূর্বের র‌্যাংকিং বর্তমান রেটিং পূর্বের রেটিং খেলোয়াড়
১ ২ ৪০৮ ৩৯৮ সাকিব আল হাসান (বাংলাদেশ)
২ ১ ৪০৪ ৪০৪ তিলকরতেœ দিলশান (শ্রীলংকা)
৩ ৩ ৩৭৮ ৩৭৮ এ্যাঞ্জেলো ম্যাথুজ (শ্রীলংকা)
৪ ৪ ৩৬১ ৩৬১ জেমস ফকনার (অস্ট্রেলিয়া)
৫ ৫ ৩৪৩ ৩৪৩ মোহাম্মদ হাফিজ (পাকিস্তান)
৬ ৬ ৩১৮ ৩১৮ গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া)
৭ ৭ ২৮৮ ২৯৮ রবীন্দ্র জাদেজা (ভারত)
৮ ৮ ২৬৭ ২৬৭ জেপি ডুমিনি (দক্ষিণ আফ্রিকা)
৯ ৯ ২৬৬ ২৬৬ শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া)
১০ ১০ ২৫৬ ২৫৬ মোহাম্মদ নবী (আফগানিস্তান)