Jhenidah mobile court photo 06-07-15 (2)

দৈনিকবার্তা-ঝিনাইদহ, ০৬ জুলাই:  ঝিনাইদহ শহরকে যানযট মুক্ত ও জনসাধারণের চলাচল নির্বিঘœ করে অভিযান চালিয়েছে মোবাইল কোর্ট। সোমবার দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির এ অভিযান পরিচালনা করেন। পুলিশ ও র‌্যাবের যৌথ টিম নিয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান চালানো হয়।

Jhenidah mobile court photo 06-07-15 (1)অভিযানের সময় মহাসড়কে অবৈধভাবে গাড়ী পার্কিং, অতিরিক্ত বোঝায়সহ নানা অনিয়মের অপরাধে একাধিক যানবাহনে জরিমানা করা হয়। সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির উপস্থিত সাংবাদিকদের জানান, আসন্ন ঈদনে সামনে রেখে প্রতিদিন জেলার বিভিন্ন স্থান থেকে কেনাকাটা করতে হাজার হাজার মানুষ শহরে আসছেন। আর সেই সাথে বাড়ছে ইজিবাইক, নসিমন করিমনের সংখ্যা। শহরের মধ্যে ইজিবাইক প্রবেশ করে যত্রতত্র পার্কিং করছে যার কারণে জনদুর্ভোগ বেড়ে চলেছে। মোবাইল কোর্টের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।