nara1-thumbnail

দৈনিকবার্তা-নারায়ণগঞ্জ, ০৬ জুলাই ২০১৫: ২০০১ সালে ১৬ জুন নারায়ণগঞ্জের চাষাঢ়ায় আওয়ামীগ অফিসে বোমা হামলায় ২০ জন নিহতের ঘটনায় মামলার চার্জ গঠন করেছে আদালত। সোমবার সকালে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শহীদুল হক চৌধুরীর আদালতে এ চার্জ গঠন করা হয়। এ সময় বোমা হামলা মামালার আসামী মুফতি হান্নানসহ তিনজন আদালতে উপস্থিত ছিল। নারায়ণগঞ্জের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কে. এম. ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেন জানান, বিস্ফোরক আইনে দায়ের করা মামলার স্বাক্ষ্য গ্রহন ও হত্যা মামলার পরবর্তী শুনানি আদালত আগামী ২ আগষ্ট নির্ধারন করে।

২০০১ সালের ১৬ জুন নারায়ণগঞ্জের চাষাঢ়া আওয়ামীলীগ অফিসে তৎকালিন সংসদ সদস্য শামীম ওসমান দলীয় নেতাকর্মীদের সাথে গণসংযোগ কর্মসুচী চলাকালিন সময়ে শক্তিশালী বোমা বিস্ফোরন ঘটে। এতে ৪ নারীসহ ২০ জন নিহত হয়। আহত হয় তৎকালীন সাংসদ শামীম ওসমানসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মী। ঘটনার পরদিন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা বাদী হয়ে বিএনপি নেতাকর্মীদের আসামী করে হত্যা ও বিস্ফোরক আইনে দু’টি মামলা দায়ের করেন। পরবর্তীতে চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর মামলার তদন্তকারী কর্মকর্তা চুড়ান্ত রিপোর্ট দাখিল করেন। বোমা হামলায় নিহত ফুটপাতের পিঠা বিক্রেতা হালিমা বেগমের ছেলে কালাম বাদী হয়ে শামীম ওসমান ও তার দুই ভাইসহ অনেককে আসামী করে মামলা দায়ের করেন। পরবর্তীতে উচ্চ আদালতের নিদের্শে মামলাটি খারিজ হয়ে যায়।সিআইডি পুলিশ র্দীঘ ১৫ বছরে তদন্ত শেষে ২০১৫ সালের ফেব্রুয়ারীতে ছয়জনকে আসামী করে আদালতে চার্জশীট দাখিল করে। অভিযোগপত্রে আসামী করা হয় জঙ্গি নেতা মুফতি আব্দুল হান্নান , ভারতে গ্রেফতারকৃত জঙ্গি নেতা আনিসুল মোরসালিন ও মাহবুব মোত্তাকিন, মুন্সি ওবায়দুল হক, স্থানীয় বিএনপি নেতা ও শওকত হাসেম শকু ও শাহদাত উল্লাহ জুয়েল ।