Bogra Pic-07 (2)দৈনিকবার্তা-বগুড়া, ০৭ জুলাই ২০১৫:  উজান থেকে আসা পানি যমুনা নদীতে বৃদ্ধি পাচ্ছে। পানি বৃদ্ধির সাথে তীরবর্তী এলাকায় ভাঙন দেখা দিয়েছে। সোমবার রাতে বগুড়ার ধুনটের ভান্ডারবাড়ী ইউনিয়নের যমুনা নদীর তীর সংরক্ষণ এলাকায় ধস দেখা দেয়। পানির প্রবল ¯্রােতে ওই প্রকল্প এলাকার ৪০ মিটার অংশ ধসে নদীতে বিলীন হয়ে যায়। ধসে যাওয়া স্থানে সিসি ব্লক ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা অব্যাহত করেছে পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, ২২ কোটি টাকা ব্যয়ে ৬০০ মিটার দৈর্ঘ্য যমুনা নদীর ডান তীর সংরক্ষন প্রকল্পের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। বগুড়ার ঠিকাদার প্রতিষ্ঠান লিয়াকত আলীকে এ কাজের দায়িত্ব দেওয়া হয়। এক বছর ধরে সেখানে নদীর তীর স্লোপ করে জিও ট্রেক্স বিছিয়ে তার ওপর সিসি ব্লক ফেলে হয়েছে। প্রকল্পের কাজ শেষ পর্যায়ে। এ অবস্থায় সোমবার রাতে আকর্ষিক ভাবে তীর সংরক্ষন প্রকল্পের মাঝামাঝি স্থান থেকে দৈঘ্য ৪০ মিটার ও প্রস্থ্য ১০ মিটার এলাকা ধসে যমুনা নদীতে বিলিন হয়েছে গেছে। খবর পেয়ে পাউবো কর্তৃপক্ষ জরুরী ভাবে সেখানে সিসি ব্লক ফেলে ধস ঠেকানোর চেষ্টা চালায়। গত ২৪ ঘন্টায় ১২ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫৯ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সহকারী প্রকৌশলী হারুনর রশিদ বলেন, তীর সংরক্ষন প্রকল্পের কাজে অনিয়ম হয়নি। ঠিকাদার প্রতিষ্ঠান দরপত্র মোতাবেক প্রকল্পের কাজ করেছেন। বর্ষাকালে প্রকৃতির নিয়মেই অনেক সময় যমুনায় ভাঙন দেখা দেয়। খবর পেয়ে সেখানে জরুরী ভাবে সিসি ব্লক ফেলে ধস ঠেকানোর চেষ্টা চলছে।