HASAN

দৈনিকবার্তা-ঢাকা, ৮ জুলাই: ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন বিমান হামলায় এবং কিছু সৈন্য সৌদি আরব সীমান্তের কাছে ইরানের সমর্থনপুষ্ট বিদ্রোহী সৈন্যদের পক্ষে যোগ দেয়ার চেষ্টা করলে সৃষ্ট সংঘর্ষে অন্তত ৩০ সৈন্য নিহত হয়েছে। সামরিক সূত্র বুধবার এ কথা জানায়।সামরিক সূত্র জানায়, মঙ্গলবার কয়েক ডজন সৈন্য দল ত্যাগ করে শিয়া হুথি বিদ্রোহীদের প্রতি তাদের সমর্থন ঘোষণা করলে সরকারি বাহিনীর সৈন্যদের সঙ্গে সংঘর্ষ বাঁধে।

সৌদি সীমান্তের কাছে মোতায়েনকৃত ২৩শ মেকানাইজড ব্রিগেডে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষে অন্তত ৩০ জন সৈন্য নিহত হয়। সূত্র জানায়, সৌদি বিমান হামলা এবং সৈন্যদের মধ্যে সংঘর্ষে সাজোঁয়া যান এবং সৈন্যবাহী যান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।উল্লেখ্য,সাবেক প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ’র অনুগত সৈন্যরা হুথি বিদ্রোহীদের সঙ্গে হাত মিলিয়েছে।