images

দৈনিকবার্তা-গৌরনদী (বরিশাল), ২৩ জুলাই ২০১৫: বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের পশ্চিম চন্দ্রহার গ্রামে বিয়ে বাড়িতে বাদ্যযন্ত্র (ডেকসেট) বাজানোকে কেন্দ্র করে দু’পৰের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে৷ এসময় বিয়ের প্যান্ডেল, টেবিল চেয়ার ভাঙচুর করা হয়৷ সংঘর্ষে নারীসহ অনত্মত ৬ জন আহত হয়েছে৷ আহতদের মধ্যে গুরুতর তিনজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

আহত ও পুলিশ সুত্রে জানা গেছে, ওই গ্রামের ইসমাইল মাঝির কন্যার বিয়ের দিন তারিখ ধাযর্্য হয় গত বুধবার৷ বিয়ে উপলক্ষে পরিবারের পক্ষ থেকে বাড়িতে প্যান্ডেল করে মঙ্গলবার রাতে বাদ্যযন্ত্র বাজাচ্ছিল৷ ইসমাইল মাঝির ছেলে বশির মাঝি অভিযোগ করেন,বাদ্যযন্ত্র চলাকালে রাত পৌনে নয়টার দিকে প্রতিবেশী রাজ্জাক সরদারের পুত্র রবিন সরদার ও রনি সরদারসহ ১০ থেকে ১২ জনে তারে বাড়িতে উপস্থিত হয়ে বাদ্যযন্ত্র বন্ধ করে দেন৷ এ নিয়ে তার সাথে কথার কাটাকাটির এক পর্যায়ে তাকে বেদম মারধর করে৷ তার ডাক চিত্‍কারে তার স্ত্রী ময়না বেগম এগিয়ে আসলে তাকেও মারধর করে৷ এ নিয়ে উভয় পৰের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে৷ গুরুতর আহত অবস্থায় মনির হাওলাদারকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বৃষ্টি আক্তার মিম, রাহেলা বেগমকে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ গৌরনদী থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, এ ঘটনায় ইসমাইল মাঝি বাদি হয়ে মামলা দায়ের করেছে৷