West_Railwaydoinikbarta

দৈনিকবার্তা-রাজশাহী, ২৩ জুলাই ২০১৫: পশ্চিমাঞ্চল রেলওয়ের ১৭১ গেটম্যানকে হঠাত্‍ চাকরিচ্যুত করায় চরম অসনত্মোষ দেখা দিয়েছে পশ্চিম রেলের প্রধান দফতরে৷ তারা প্রত্যেকেই দৈনিক মুজরি ভিক্তিক কর্মচারী ছিলেন৷ কয়েক মাসের বেতন পাওনা থাকলেও মাত্র ১৫ দিনের মজুরি দিয়েই চাকরিচ্যুত করা হয় তাদের৷
চাকরিচু্যত গেটম্যানরা জানান, গত ১৩ জুলাই এক চিঠির মাধ্যমে তাদের চাকরিচু্যত করা হয়৷ তবে ঈদের আগের দিন শুক্রবার একযোগে ফোন করে বিষয়টি জানিয়ে দেওয়া হয়৷ ফলে কর্মস্থলে থেকে চাকরিচ্যুতির খবরে সবাই হতবাক হয়ে যান৷ ওই দিন প্রধান দফতরে গেলেও ছুটির কারণে কাউকেই পাননি তারা৷ চাকরি পুনর্বহালে ঈদের ছুটি শেষে রেলভবনে ধর্ণা দিচ্ছেন তারা৷

এমন সিদ্ধানত্মের প্রতিবাদ জানিয়ে চাকরিচ্যুত কর্মচারীরা জানান, গেটম্যান পদে ১৭১ জন কর্মচারী ছিল৷ গত ১৭ জুলাই (ঈদের আগের দিন) পশ্চিমাঞ্চল রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পরিমল কুমার বিশ্বাস তাদের সবাইকে ফোন করে জানান, ১৩ জুলাই থেকে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে৷ পরে তারা কর্মস্থলে দায়িত্ব পালন অবস্থায় রেল কর্তৃপক্ষের ফোনে ক্ষোভ প্রকাশ করেন৷ মহানগরের ভদ্রা রেলগেটের চাকরিচ্যুত গেটম্যান একরাম হোসেন বলেন, তিনি ২০ বছর ধরে এই দায়িত্ব পালন করেন৷ কিন্তু স্থায়ী হতে পারেননি৷ রেলওয়ের কাছে তার চার বছরের মজুরি পাওনা আছে৷ এসব পাওনা পরিশোধ না করে মাত্র ১৫ দিনের মজুরি দিয়েই ছাঁটাইয়ের ঘোষণা দেওয়া হয়েছে৷ তিনি বলেন, আগে থেকেই লোক নিয়োগ করায় দৈনিক মজুরিভিত্তিক কর্মচারিদের ছাঁটাই করা হয়েছে৷ এখন নতুনরা দায়িত্ব পালন করছেন৷ এছাড়া ওয়েম্যানদের দিয়েও গেট পাহারা দেয়ানো হচ্ছে৷

তবে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) খায়রুল আলম জানান, সাধারণত পাঁচ বছর পূর্ণ হওয়ার আগেই গেটম্যানদের ছাঁটাই করা হয়৷ পরে তাদের আবার কাজে নেওয়া হয়৷ তাদের নিয়োগের শর্তই ছিল ‘কাজ নাই, মজুরি নাই’৷ তাদের আর কাজে নেওয়া হবে কি না তা বিবেচনার বিষয়৷ রেলওয়ের নিজেদের নিয়োগকৃত জনবল দিয়ে দায়িত্ব পালন করানো হবে বলে জানান তিনি৷