Rajib

দৈনিকবার্তা-পটুয়াখালী, ২৭ জুলাই: বাংলাদেশ ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসানকে পটুয়াখালী জেলা কারাগারে থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেয়া হচ্ছে। আজ সোমবার সকাল ৭ টায় পটুয়াখালী কারা কর্তৃপক্ষ তাকে ঢাকায় নিয়ে যায় বলে রাজিবের আইনজীবী ও জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক এড.ওয়াহিদ সরওয়ার কালাম নিশ্চিত করেছেন।

উল্লেখ্য গত ১৯ জুলাই রাতে ছাত্রদল সভাপতি রাজিব কে পটুয়াখালীর লেবুখালী ফেরিঘাট থেকে আটক করে দুমকি থানা পুলিশ। পরদিন পুলিশের দায়ের করা মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের একটি মামলায় তাকে জেল হাজতে প্রেরন করা হয়। এ সময় তার সাথে আটক আরো ৫ ছাত্রদল নেতাকর্মী ও গাড়ী চালককেও জেল হাজতে প্রেরন করা হয়। রাজিবের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় মোট ২১ টি মামলা রয়েছে।

এদিকে দুমকি থানা পুলিশের দায়ের করা মামলায় আজ সোমবার পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতে রাজিবের জামিন শুনানি অনুষ্ঠিত হয়। বিজ্ঞ বিচারক বিমল চন্দ্র সিকদার মামলার অভিযুক্ত ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসানসহ অপর ৫ জনের জামিন আবেদন নামঞ্জুর করেন।