lakshmipur jal uddar pic 5.8.15

দৈনিকবার্তা-লক্ষ্মীপুর, ৫ আগস্ট, ২০১৫: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনার তীরবর্তী এলাকার সুইচ খাল, টাংকির খাল, চেয়ারম্যান ঘাট সহ বিভিন্ন ঘাটে অভিযান চালিয়ে অবৈধ জাল জব্দ করেছে কোস্টগার্ড । বুধবার (৫ আগষ্ট) বেলা সকাল ৭ টা থেকে বেলা ১ টা পর্যন্ত কোস্টগার্ড কন্টিজেন্ট মো: আবদুল মান্নানের নেতৃত্বে ও তার সঙ্গীয় ফোর্সের সহযোগীতায় ওই অভিযান চালানো হয়।

এসময় ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করা হয়েছে। পরে, রামগতি ঘাটে ওই জব্দকৃত জালগুলো আনা হয় এবং রামগতি প্রেস ক্লাবের সভাপতি ও স্থানীয় লোকজনের উপস্থিতিতে আগুন দিয়ে তা ধ্বংস করা হয়েছে। কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার মো: আবদুল মান্নান (পি.ও.) বলেন, মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে প্রায় ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করেছি। তবে অবৈধ জাল ব্যবহারকারী কোন জেলেকে আটক করতে পারিনি।