jnu1

দৈনিকবার্তা-ঢাকা, ১৮ আগস্ট: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া ২৯ আগস্ট থেকে শুরু হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ১৭ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।আগামী ৯অক্টোবর থেকে জবিতে ভর্তি পরীক্ষা শুরু হবে।বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার বিকালে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৯ আগস্ট দুপুর ১২টা থেকে ১৭ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত টেলিটকের প্রিপেইড নাম্বার থেকে ক্ষুদেবার্তা পাঠিয়ে ভর্তিচ্ছুরা আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৯ অক্টোবর ‘বি’ ইউনিটের (কলা ও আইন অনুষদভুক্ত), ১৬ অক্টোবর ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত), ৩০ অক্টোবর ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ এবং লাইফ এ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত), ৬ নভেম্বর ‘ডি’ ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত) এবং ১৩ নভেম্বর ‘ই’ ইউনিটের (ড্রামা এ্যান্ড মিউজিক বিভাগ ও ফাইন আর্টস বিভাগ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকল ইউনিটের পরীক্ষা বিকাল ৩টায় শুরু হবে।ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (িি.িলহঁ.ধপ.নফ) পাওয়া যাবে।