law-min-30554

দৈনিকবার্তা-ঢাকা, ২৪ আগস্ট ২০১৫: ডিসেম্বরের মধ্যে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।একুশে আগস্ট গ্রেনেড হামলার শহীদদের স্মরণে এ আলোচনা সভার আয়োজন করে ছাত্রলীগ।বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী জনসভায় ওই গ্রেনেড হামলার ঘটনা ঘটে। এতে সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী এবং আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ অন্তত ২৪জন নিহত হয়।আইনমন্ত্রী অভিযোগ করেন, বিএনপি-জামায়াত জোট সরকার একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার অনেক আলামত নষ্ট করে ফেলায় এ হত্যাকাণ্ডের বিচার বিলম্বিত হচ্ছে।তিনি বলেন, এ মামলার ৪৯১ জন সাক্ষীর মধ্যে ১৭১ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে রায় হবে।ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- একাত্তর টিভির প্রধান নির্বাহী মোজাম্মেল বাবু, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না ও সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন।