মেনন

দৈনিকবার্তা-ঢাকা, ২ সেপ্টেম্বর ২০১৫: বিমানবন্দরে যাত্রী ভোগান্তির দায় স্বীকার করে বিমান ও পর্যটকমন্ত্রী রাশেদ খান মেনন বলেন,‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডিলিংয়ের মান আশাব্যঞ্জক নয় তা সত্য এবং এ কারণে যাত্রী সাধারণ ভোগান্তির স্বীকার হচ্ছে।বুধবার ১০ম জাতীয় সংসদের সপ্তম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য দিদারুল ইসলামের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।মন্ত্রী জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডিলিংয়ের মান আশাব্যঞ্জক নয়, তবে তা পূর্বের থেকে উন্নত হয়েছে। বর্তমানে লাগেজ বিড়ম্বনা ঘটছে তা লোকবল ও গ্রাউন্ড সাপোর্ট ইক্যুপমেন্টের স্বল্পতার কারণে। গ্রাউন্ড সাপোর্ট ইকুপমেন্টে ক্রয় ও লোকবল নিয়োগের মাধ্যমে এ সেবার মান উন্নত করার চেষ্টা করা হচ্ছে।

এদিকে সরকারি দলের সদস্য এনামুল হকের অপর এক প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ‘২০১৪-১৫ সালে দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে বিমানের লোকসানের পরিমাণ ১১ কোটি ৩৯ লাখ টাকা। যা ২০১৩-১৪ সালে অভ্যন্তরীণ ফ্লাইটে বিমানের লোকসানের পরিমান ছিল ৮৬ লাখ টাকা। ২০১২-১৪ সালে এ লোকসানের পরিমান ২ কোটি ৮০ লাখ টাকা।আন্তর্জাতিক ফ্লাইটে বিমানের লাভ ক্ষতির পরিমান তুলে ধরে রাশেদ খান মেনন বলেন, ২০১৪-১৫ সালে আন্তর্জাতিক ফ্লাইটে বিমানের লাভ ২৩৩ কোটি ৫ লাখ টাকা। ২০১৩-১৪ সালে আন্তর্জাতিক ফ্লাইটে বিমানের ক্ষতি ছিল ১৯৮ কোটি টাকা।২০১৩-১৪ অর্থবছরে নিরীক্ষিত হিসাব অনুযায়ী বিমানের পাওনার পরিমান ৩৮৫ কোটি ৮০ লাখ এবং দেনার পরিমান ২ হাজার ৩৩৪ কোটি ৩৬ লাখ টাকা বলে জানান তিনি।