জাপানে বন্যার কারণে ৯০ হাজার মানুষকে অন্যত্র যাওয়ার নির্দেশ

দৈনিকবার্তা-ঢাকা, ১০ সেপ্টেম্বর : জাপানের কেন্দ্রীয় কর্তৃপক্ষ বৃহস্পতিবার বন্যা ও ভূমিধসের কারণে হাজার হাজার মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যাবার নির্দেশ দিয়েছে। প্রবল বর্ষণের কারণে নদীগুলোর দুকূল উপচে বন্যা ও ভূমিধসের আশঙ্কায় এ নির্দেশ দেয়া হয়েছে। ভূমিধসে বেশ কয়েকটি বাড়িঘর চাপা পড়েছে। এতে একজন নিখোঁজ রয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।জাপানের আবহাওয়া সংস্থা টোকিওর উত্তরাঞ্চলীয় তোচিগি ও ইবারাকি অঞ্চলে প্রবল বর্ষণের সতর্কতা জারি করেছে।

স্থানীয়দের বন্যা ও ভূমিধসের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে কেন্দ্রীয় তোচিগির কোন কোন এলাকায় ৬০ সেন্টিমিটার (২ ফুট) বৃষ্টিপাত হয়েছে।সরকারী সম্প্রচার কেন্দ্র এনএইচকে জানায়, তোচিগির কর্তৃপক্ষ ৯০ হাজারের বেশি লোককে অন্যত্র যাবার নির্দেশ দিয়েছে। এছাড়াও আরো ৮০ হাজার লোককে তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে যাবার পরামর্শ দেয়া হয়েছে। তোচিগির আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে কিনুগাওয়া নদীর পানি উপচে পড়েছে। নদীটি ইবারাকির ওপর দিয়েও বয়ে গেছে। তোচিগির কানুমা নগরীর স্থানীয় কর্মকর্তা জানান, উদ্ধারকমর্রিা নিখোঁজ লোকটির সন্ধানে তল্লাশী চালাচ্ছে। তিনি ভূমিধসে চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এনএচইকে জানায়, ভূমিধসে বেশ কয়েকটি বাড়ি চাপা পড়েছে। এর মধ্যে এক নারীও রয়েছে। তার বয়স ৬০ এর কোঠায়। ঘটনার পরপরই তার স্বামীকে উদ্ধার করা হয়।