Gazipur-(3)- 22 September 2015-Mobile Court

দৈনিকবার্তা-গাজীপুর, ২২ সেপ্টেম্বর ২০১৫: গাজীপুরের কালীগঞ্জে মঙ্গলবার বিকেলে ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আটককৃতকে অর্থদন্ড ও জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়।জানা গেছে, গাজীপুরের বেলাই বিল ও এর আশেপাশের বিলে নিষিদ্ধ কারেন্ট জালের মাধ্যমে দীর্ঘদিন যাবৎ বিলের মা ও ছোট মাছ নিধন করছিল।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে কালীগঞ্জ উপজেলার বক্তারপুর এলাকায় বেলাই বিল সংলগ্ন বেরুয়া গ্রামে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জালসহ আক্তার হোসেন নামের একজনকে আটক করা হয়। পরে গাজীপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন বেগম পরিচালিত ভ্রাম্যমান আদালত আটককৃতকে আর্থিক জরিমানা করেন এবং জব্দকৃত কারেন্ট জাল উপজেলা পরিষদ চত্ত্বরে আগুনে পুড়িয়ে ফেলে ধ্বংস করেন। এসময় কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান এবং উপজেলা মৎস্য অফিসার মো. লতিফুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।