national-university_86632

দৈনিকবার্তা-গাজীপুর, ১২ অক্টোবর ২০১৫: ২০১৪ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফল পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের ৩০ টি অনার্স বিষয়ে ৫৫৭ টি কলেজের ১৯৭ টি কেন্দ্রের মাধ্যমে মোট ১লাখ ৮০ হাজার ৫ ‘শ ১৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ১ লাখ ৬২ হাজার ৭ ‘শ ৫৬ জন ২য় বর্ষে উত্তীর্ণ হয় এবং উত্তীর্ণের হার শতকরা নব্বই ভাগ। উল্লেখ্য বিএসসি কোর্সের কিছু সংখ্যক পরীক্ষার্থীর ব্যবহারিক নম্বর না পাওয়ায় তাদের ফল স্থগিত রাখা হয়েছে। সংশ্লিষ্ট কলেজ থেকে অনলাইনে নম্বর পাওয়া গেলে এসব পরীক্ষার্থীর ফল প্রকাশ করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোঃ ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার সন্ধ্যায় এই তথ্য জানানো হয়েছে।