resize41273

দৈনিকবার্তা-ঢাকা, ১৩ অক্টোবর ২০১৫: রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে দলের সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর উপর হামলা করেছে দৃবর্ৃত্তরা৷ তাইফুল ইসলাম টিপু এ তথ্য নিশ্চিত করেছেন৷মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ৩য় তলায় দপ্তরে এ হামলার ঘটনা ঘটে৷জানা গেছে, হুট করেই ১০ থেকে ১২ জন অজ্ঞাত দুবর্ৃত্ত কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলায় দপ্তর বিভাগে ঢোকেন৷ ঢুকেই সেখানে অবস্থানরত তাইফুল ইসলাম টিপুর উপর অতর্কিত হামলা চালান৷ তাকে মারধর করে দ্রুত তারা পালিয়ে যান৷ টিপুর কানে ও পিঠে আঘাতের চিহ্ন দেখা গেছে৷এ বিষয়ে তাইফুল ইসলাম টিপু বলেন, আমি দপ্তরে কাজ করছিলাম৷ হঠাত্‍ কয়েকজন অজ্ঞাত দুবর্ৃত্ত এসে আমাকে কিল, ঘুষি মারতে থাকেন৷ আমি তাদের চিনতে পারিনি৷প্রসঙ্গত, এর আগে গত ১৪ জুন দলের সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালামের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা৷

এদিকে, দল পুনর্গঠনের প্রক্রিয়া বাধাগ্রস্ত করতেই সারাদেশে সরকার ত্রাস সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান৷মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন৷সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে শাহজাহান বলেন,’বিএনপি নেতাকর্মীদেরকে গ্রেপ্তার এবং নির্যাতন -নিপীড়ন চালিয়ে দেশের বৃহত্তম রাজনৈতিক দলকে কোনক্রমেই ধ্বংস করা যাবে না৷তিনি বলেন, ‘দল পুনর্গঠনে বাধাগ্রস্তের অংশ হিসেবেই নোয়াখালীর সুবর্ণচর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এ বি এম জাকারিয়া, নোয়াখালী জেলা সদর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহমান এবং নোয়াখালী জেলা সদর থানা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট শাহাদাত্‍ হোসেনের বিরুদ্ধে কোন মামলা বা পরোয়ানা না থাকলেও তাদের বাসায় পুলিশ দিয়ে তল্লাশি চালানো হয়েছে৷তিনি বলেন, মিথ্যা মামলায় হয়রানি, বেআইনি পদক্ষেপ সরকারের অপশাসনেরই ধারাবাহিকতার একটি অংশ৷এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপির যুগ্ম মহাসচিব৷

অন্যদিকে, রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কর্মরত অবস্থায় বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর উপর একদল দুবর্ৃত্তের অতর্কিত হামলায় নিন্দা জানিয়েছে বিএনপি৷মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে বিএনপি’র মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন সাক্ষরিত এক বিবৃতি পাঠিয়ে এ নিন্দা জানানো হয়৷বিবৃতিতে বিএনপি’র মুখপাত্র বলেন, গত কয়েক মাসের ব্যবধানে দলীয় প্রধান কার্যালয়ে ঢুকে দুবর্ৃত্তকারীদের হাতে দু’জন নেতার লাঞ্ছিত হওয়ার ঘটনা উদ্বেগজনক৷’এ ঘটনায় দলের তরফ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি৷বিএনপি’র মুখপাত্র অবিলম্বে তাইফুল ইসলাম টিপুকে লাঞ্ছিতকারী সন্ত্রাসীদের খুঁজে বের করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান৷