kader-siddiki+krfmumc+1_340998

দৈনিকবার্তা- টাঙ্গাইল, ২২ অক্টোবর ২০১৫: টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপ-নির্বাচনের প্রতীক বরাদ্দের শেষ দিন বৃহস্পতিবার কাদের সিদ্দিকীসহ চার প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন৷ রিটানিং অফিসার মো. আলিমুজ্জামান প্রতীক বরাদ্দ দেন৷

যারা প্রতীক বরাদ্দ পেলেন তারা হলেন- কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (গামছা), আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারী ( নৌকা), বিএনএফের আতোয়ার রহমান খান (টেলিভিশন) ও এনপিপির ইমরুল কায়েস (আম)৷বাছাইয়ের শেষ দিন মঙ্গলবার ঋন খেলাপীর দায়ে বঙ্গবীর কাদের সিদ্দিকী ও তার স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকীসহ চারজনের মনোনয়ন পত্র বাতিল করেছিলেন রিটানিং অফিসার৷ পাশপাশি ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেছিলেন৷

বুধবার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে তিনজন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেন৷ উচ্চ আদালতের নির্দেশে কাদের সিদ্দিকীকে প্রতীক বরাদ্দ দেয়ায় প্রার্থীর সংখ্যা এখন চারজন৷ এদিকে উপ-নির্বাচনকে কেন্দ্র করে কালিহাতীতে উত্‍সবের আমেজ বিরাজ করছে৷ কাদের সিদ্দিকীর মনোনয়ন পত্র বৈধ হওয়ায় ভোটাররা এখন নতুন হিসাব শুরু করেছেন৷