bobduk

দৈনিকবার্তা-ঢাকা, ২৩ অক্টোবর ২০১৫: রাজধানীর বাড্ডায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাবে) সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন৷ বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে৷ র্যাব বলছে, তাঁর বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখা ও চাঁদাবাজির মামলা রয়েছে৷ নিহত ওই ব্যক্তির নাম জহিরুল ইসলাম (৩২)৷ বাড়ি আনন্দনগরে৷ রাত সাড়ে তিনটার দিকে তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের মর্গে নিয়ে যাওয়া হয়৷ তাঁর শরীরে চারটি গুলি লেগেছে বলে মেডিকেল সূত্রে জানা গেছে৷

র্যাবের পক্ষ থেকে পাঠানো মুঠোফোনের বার্তায় জানানো হয়, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় বন্দুক, খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে৷ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক ‘বন্দুকযুদ্ধে’ নিহত ব্যক্তিকে নিয়ে আসার খবরের সত্যতা নিশ্চিত করেছেন৷

র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ বলেন, ওই এলাকায় র্যাবের একটি টহল দল সন্দেহভাজন চার যুবককে দেখে থামতে বললে তারা না থেমে গুলি চালায়৷ র্যাব সদস্যরা পাল্টা গুলি করলে একজন আহত হয় এবং বাকিরা পালিয়ে যায়৷ পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিত্‍সক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান এই র্যাব কর্মকর্তা৷তিনি বলছেন, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় বন্দুক ও গুলি উদ্ধার করা হয়েছে৷ এ ঘটনায় দুই র্যাব সদস্যও আহত হয়েছেন, তাদের চিকিত্‍সা দেওয়া হয়েছে৷