220151029130246

দৈনিকবার্তা-ঢাকা, ২৯ অক্টোবর ২০১৫: আওয়ামী ওলামালীগের সভাপতি ইলিয়াস বিন হেলালীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনালের তদন্ত সংস্থার সমন্বয়ক আব্দুল হান্নান খান৷

বৃহস্পতিবার শরীয়তপুরের দুজনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত প্রতিবেদন প্রকাশ করার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন৷আব্দুল হান্নান খান বলেন, ইলিয়াস বিন হেলালীর বিরুদ্ধে যদি কেউ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে থাকে তাহলে তা যাচাই করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে৷তিনি আরো বলেন, তদন্ত সংস্থায় বিভিন্ন সময় অপরাধীদের বিরুদ্ধে অভিযোগ আসে৷ কখনো জেলা জজকোর্ট বা কোনো ব্যক্তি এ অভিযোগ দিয়ে থাকে৷ এর ভিত্তিতে আমরা তদন্ত শুরু করার জন্য মামলার (আইও) তদন্ত কর্মকর্তা নিয়োগ দেই৷ তবে আওয়ামী লীগের অঙ্গ-সংগঠন ওলামা লীগ নেতা ইলিয়াস বিন হেলালীর বিরুদ্ধে অভিযোগ থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে৷
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তদন্ত কর্মকর্তা সানাউল হক৷আওয়ামী ওলামা লীগের অপর অংশের সভাপতি আখতার হোসাইন বুখারী ইলিয়াস বিন হেলালীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ করে আসছেন৷