teacher pic_102037

দৈনিকবার্তা-ঢাকা, ৩১ অক্টোবর ২০১৫: বেসরকারি সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তির দাবিতে আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রেখেছেন আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা।দ্বিতীয় দিন শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করছেন তারা।এর আগে শুক্রবার সকাল ১০টা থেকে এ কর্মসূচি শুরু করা হয়।শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সহ-সভাপতি মাহমুদ নবী জানান, দাবি পূরণের বিষয়ে সুনির্দিষ্ট কোনো ঘোষণা না আসা পর্যন্ত এই অনশন চলবে।এর আগে বেসরকারি সব নন-এমপিও স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তির দাবিতে ২৬ ও ২৭ অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে এবং ২৮ ও ২৯ অক্টোবর প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে, নিম্ন মাধ্যমিক-মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, কারিগরি ও মাদরাসার স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন।শুক্রবার সকাল ১০টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ আমরণ অনশন কর্মসূচি পালন শুরু করেছেন শিক্ষকরা। দাবি আদায়ের লক্ষ্যে অনশন চলমান থাকবে বলে জানিয়েছে শিক্ষক নেতারা।কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকরা বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। অথচ এমপিভুক্ত না হওয়ার কারণে ১০ বছর ধরে ১৫ লক্ষাধিক শিক্ষার্থীকে পাঠদানকারী ১ লাখ ২০ হাজার শিক্ষক-কর্মচারী বিনা বেতনে মানবেতর জীবনযাপন করছে, যা অত্যন্ত কষ্টকর ও বেদনাদায়ক। জাতির জন্য এটি দুর্ভাগ্যের।তারা বলেন, এ সকল নন-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা আদায়ের লক্ষ্যে দীর্ঘ ৫ বছরেরও বেশি সময় নিয়মতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম পালন করতে গিয়ে আমাদের বেশ ক’জন শিক্ষক-কর্মচারী হতাহত হয়েছেন। স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তি ঝুলে থাকায় এসব নন-এমপিও শিক্ষক পরিবার এখনো সরকারের দিকে তাকিয়ে আছে।