2015-11-12_3_657780

দৈনিকবার্তা- ইয়াঙ্গুন, ১৩ নভেম্বর, ২০১৫ : মায়ানমারের প্রেসিডেন্ট বিপুল বিজয়ের জন্যে অং সান সুকির দলকে অভিনন্দন জানিয়েছেন এবং একইসঙ্গে তিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকার করেছেন। এর আগে দেশটির সেনাপ্রধানও সুকির দলের অভূতপূর্ব বিজয়কে অভিনন্দন জানান। গত অর্ধ শতাব্দী ধরে মায়ানমারের নিয়ন্ত্রণভার পুরোপুরি জান্তা সরকারের হাতে ছিল। কিন্তু ২০১১ সাল থেকে আধা জান্তা সরকার দেশটি শাসন করে আসছে। কিন্তু রোববারের নির্বাচনে সুকির এনএলডি পার্টি ৮৫ শতাংশেরও বেশি আসন পেয়ে ক্ষমতার একেবারে দ্বারপ্রান্তে পৌঁছেছে।

বুধবার ফেসবুকে এক বিবৃতিতে প্রেসিডেন্ট থেইন শেইন বলেন, জনগণের রায়ে সুকির এ বিশাল বিজয়কে আমি অভিনন্দিত করছি। সরকারের পক্ষ থেকে আমরা জনগণের এ রায়কে শ্রদ্ধা জানাবো এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবো। এদিকে সুকি বুধবার জাতীয় ঐক্যের ডাক দিয়ে সেনা প্রধান মিন অং হেইং এবং থেইন শেইনের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন। উল্লেখ্য, ১৯৯০ সালেও সুকির দল এনএলডি যুগান্তকারী বিজয় অর্জন করেছিল। কিন্তু দেশটির জান্তা সরকার এ বিজয়কে উপেক্ষা করে এবং সুকির দলকে সরকার গঠন করতে দেয়নি।