mpo

দৈনিকবার্তা-ঢাকা, ২২ নভেম্বর ২০১৫: টানা ২৮ দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থানের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এমপিওভুক্তির আশ্বাস পেয়েছেন আন্দোলনরত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের সমাবেশে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীর এ আশ্বাসের কথা জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আবুল কালাম আজাদ।এসময় আবুল কালাম আজাদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্বাস দিয়েছেন, আগামী অর্থবছরে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের এমপিওভুক্ত করা হবে। আমি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাদের এ তথ্য জানাতে এসেছি।

শিক্ষক-কর্মচারীদের উদ্দেশ করে তিনি বলেন, আপনারা ঘরে ফিরে যান। অনেক দিন হলো আপনারা স্ত্রী, সন্তানদের মুখ দেখতে পারেন না।এসময় নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ এরশাদ আলী বলেন, প্রধানমন্ত্রীর এ আশ্বাসে আমরা আশ্বস্ত হয়েছি। প্রধানমন্ত্রী যেন আমাদের অবস্থার কথা বিবেচনা করে দ্রুত আমাদের এমপিওভুক্তি করেন।এর আগে পূবঘোষিত কর্মসূচি অনুয়ায়ী রোববার সকাল ১০টা থেকে আন্দোলনরত কয়েক হাজার শিক্ষক-কর্মচারী প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নেন। অবস্থানকালে তাদের সমাবেশ পরিচালনা করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক তাপস কুমার কুণ্ডু।