Barishal-0120130711123210

দৈনিকবার্তা-নাটোর, ১০ জানুয়ারি ২০১৬: নাটোরে পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় এক শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে। রবিবার নাটোরের চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় সাবিনা বেগম নামে নাটোর প্রাণ এ্যাগ্রো লিমিডেটের এক শ্রমিক ও লালমনিপুরে ট্রাকটারের ধাক্কায় আরাফাত নামে এক চার বছরের শিশুর মৃত্যু হয়।এসময় বাস ও চালককে আটকের দাবীতে নাটোর-রাজশাহী মহাসড়কে বিক্ষোভ করেছে এলাকাবাসী ও প্রতিষ্ঠানের শ্রমিকরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। নিহত সাবিনা বেগম সদর উপজেলার লেংগুড়িয়া গ্রামের সাদেক আলীর স্ত্রী ও আরাফাত একই উপজেলার লালমনিপুর এলাকার নজরুল ইসলামের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,রবিবার সকাল ৮টার দিকে বাড়ী থেকে বের হয়ে প্রাণ এ্যাগ্রো লিমিডের রিজেট ইউনিটের শ্রমিক সাবিনা বেগম তার কর্মস্থলে যাচ্ছিলেন। নাটোর-রাজশাহী মহাসড়কের চাঁদপুর এলাকায় পৌছালে রাজশাহী থেকে বরিশালগামী বিআরটিসির যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এঘটনায় ওই প্রতিষ্ঠানের বিক্ষুব্ধ শ্রমিকরা বাসটি ও তার চালককে আটকের দাবীতে মহাসড়কে বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং মৃতদেহটি উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।অপরদিকে রবিবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ী থেকে বের হয়ে আরাফাত রাস্তা পার হচ্ছিল। এসময় দত্তপাড়া-ধরাইল আঞ্চলিক সড়কের লালমনিপুর বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি ট্রাকটার তাকে চাপা দিয়ে চলে যায়। পরে এলাকাবাসী আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়।