Gazipur-Sadhu Anthony (Largest Gathering of the Christen devotees in Gazipur)-8

দৈনিকবার্তা-গাজীপুর, ০৫ ফেব্রুয়ারি ২০১৬: গাজীপুরের কালীগঞ্জে পানজোরা ধর্ম পল্লীতে খ্রীস্ট সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব চিরকালীন যাজক সাধু আন্তনীর তীর্থোৎসব শুক্রবার পালিত হয়েছে। কালীগঞ্জের নাগরী ধর্মপল্লীর পালকীয় পরিষদ এই তীর্থোৎসবের আয়োজন করে।

শুক্রবার সকালে পানজোরা ধর্ম পল্লীতে সাধু আন্তনীর স্মরণ উপলক্ষে দুই পর্বে অনুষ্ঠিত এই তীর্থ উৎসবে দেশ বিদেশের বিপুল সংখ্যক যিশু ভক্তরা প্রার্থনায় মিলিত হন। পানজোরা ধর্ম পল্লীর ফাদার আলবিন গমেজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রার্থনা সভা পরিচালনা করেন আর্চ বিশপ প্যাট্রিক ডি রোজারিও। তীর্থোৎসবের দুই পর্বের প্রার্থনা সভার দ্বিতীয় পর্বে অংশ নেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। উপমহাদেশের অন্যতম প্রধান খ্রীস্ট ধর্ম প্রচারক সাধু আন্তনীর স্মরণ উৎসবে প্রশস্তিমূলক সঙ্গীত ও নৃত্য পরিবেশনের মাধ্যমে সাধু আন্তনীর প্রতি আরতি প্রদান করেন তার ভক্তরা। পরে আর্চ বিশপ ও যাজকরা খ্রীস্ট ভক্তদের মাঝে খ্রীস্টিয় প্রসাদ বিতরণ করেন। ১৬৬৩ সাল থেকে কালীগঞ্জের পানজোরায় সাধু আন্তনীর স্মরণে এই তীর্থোৎসব পালিত হয়ে আসছে।