ডিএমপি’র থানা থেকেই সরবরাহ করা হবে জিডি ফরমসাধারণ ডায়েরি (জিডি) করার ফরম এখন থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রতিটি থানা থেকেই সরবরাহ করা হবে। জিডি আবেদনকারীরা বিনামূল্যেই এই ফরম সংগ্রহ করতে পারবেন। ফরম সংগ্রহ করে থানায় বসে কিংবা বাসায় পূরণ করেই জমা দেওয়া যাবে।

সোমবার ডিএমপি সদর দফতরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানান ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। এসময় তিনি বলেন, ‘এটি একটি ঐতিহাসিক দিন। জিডি করতে গিয়ে সাধারণ মানুষ ব্যাপক ভোগান্তিতে পড়েন বলে অভিযোগ রয়েছে। সেই অভিযোগ থেকে বের হয়ে আসতেই এবং মানুষের সুবিধার কথা চিন্তা করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘থানায় জিডি করতে গেলে কলম নেই, কাগজ নেই, কার্বন নেই এমন অভিযোগ শোনা যায়। এসব জটিলতা থেকে এখন মুক্তি পাওয়া যাবে। যিনি জিডি করতে চান, ডিউটি অফিসার তাকে দুই পৃষ্ঠার একটি ফরম সরবরাহ করবেন। প্রয়োজনে অতিরিক্ত পৃষ্ঠা সংযোজন করতে পারবেন। বাসা থেকেও জিডি লিখে আনতে পারবেন।’

প্রাথমিকভাবে ডিএমপি’র প্রতিটি থানায় জিডির ৩৫-৪০টি বই দেওয়া হয়েছে। প্রতিটি বইয়ে ১০০টি জিডি ফরম রয়েছে। জিডি ফরমগুলোতে রয়েছে অটো কার্বন কপির অপশন। এক কপি থানা এবং অপর কপি জিডিকারী সংগ্রহ করবে। সংবাদ সম্মেলনে ডিএমপির প্রতিটি থানার পরিদর্শকরা (তদন্ত) উপস্থিত ছিলেন। তাদের হাতে ফরমের বই তুলে দেওয়া হয়।