স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল খান এমপিজঙ্গিদের নামে বেনামে পাসপোর্ট তৈরি ঠেকাতে পুলিশ ভেরিফিকেশন আরো কঠোর করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। দেশে আইএসের কোনো অস্তিত্ব নেই বলে আবারও মন্তব্য করেন তিনি। বলেন, মহল বিশেষ আইএসের নাম প্রচার করে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে।

হলে আর্টিজান ঘটনার পরই ওই হামলা নিয়ে একটি ভিডিও প্রকাশ করে মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট। কমান্ডো অভিযানে নিহত সন্দেহভাজন ৫ জঙ্গির কথাবার্তা, হামলার বিবরণ ও বাংলাদেশে আইএসের নেটওয়ার্ক তুলে ধরা হয় ওই ভিডিওচিত্রে। দুপুরে রাজধানীর উত্তরায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের নতুন ভবন উদ্বোধন করে ওই জঙ্গি সংগঠনের তৎপরতার ব্যাপারে সরকারে অবস্থান স্পষ্ট করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জঙ্গিরা নকল নামে পাসপোর্ট তৈরি করে বিদেশে পাড়ি জমায় এমন তথ্যে তাদের ব্যাপারে সরকারের কঠোর অবস্থান জানান মন্ত্রী