%e0%a6%af%e0%a7%87-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a7%e0%a7%81%e0%a6%87-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%87অভিষেক টেস্টে সর্বোচ্চ উইকেটের রেকর্ডটি নিজের করে নিতে পারেননি ঠিক; সঙ্গী ছিলেন আরও চার টাইগার অগ্রজ। কিন্তু দ্বিতীয় টেস্টে এসে যেটা করে দেখালেন তা আর কোনো টাইগার ক্রিকেটারের-ই নেই! অভিষেক টেস্টের পর দ্বিতীয় টেস্টে এসেও ৫ উইকেট পাওয়া প্রথম বাংলাদেশি এখন মেহেদি হাসান মিরাজ। অভিষেকে ৫ উইকেট রয়েছে আরও দুই বাংলাদেশির। এরা হলেন-মাহমুদউল্লাহ রিয়াদ এবং তাইজুল ইসলাম।

এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট তুলে নিয়েছিলেন মিরাজ। তার সঙ্গী ছিলেন নাঈমুর রহমান, সোহাগ গাজী, ইলিয়াস সানি ও মঞ্জুরুল ইসলাম। এর মধ্যে সোহাগ গাজী এবং ইলিয়াস সানি ক্যারিয়ারের প্রথম টেস্টে ৯ উইকেট নেওয়ার পর দ্বিতীয় টেস্টে এসে নেন ৩ উইকেট। আর নাইমুর দ্বিতীয় টেস্টে ১ উইকেট পেলেও কোনো উইকেটেই তুলে নিতে ব্যর্থ হন মঞ্জুরুল। মাহমুদউল্লাহ এবং তাইজুল তাদের দ্বিতীয় ম্যাচে তুলে নিতে সক্ষম হয়েছিলেন ৪টি এবং ৩টি উইকেট।

এছাড়া সবচেয়ে কম বয়সী হিসেবে অভিষেকে পাঁচ উইকেট তুলে নেওয়ার রেকর্ডটিও মিরাজের দখলে। ২০ বছর বয়সী এ অলরাউন্ডার এখন পর্যন্ত দুই টেস্টে শিকার করেছেন ১৩ উইকেট। এখনও একটি ইনিংসে ইংলিশদের বিপক্ষে বল করার সুযোগ পাবেন তিনি।