31-10-16-india_8-jmb-death-1

ভারতের ভুপালে কঠোর নিরাপত্তা বেষ্টিত একটি কারাগার থেকে পালানো নিষিদ্ধ ঘোষিত ইসলামি জঙ্গি সংগঠনের সন্দেহভাজন আট আসামি গুলিতে নিহত হয়েছে। স্টীলের প্লেট দিয়ে নিরাপত্তা প্রহরীকে গলা কেটে হত্যার পর সোমবার তারা সেখান থেকে পালিয়ে যায়। সরকারি এক কর্মকর্তা একথা জানান।তারা জেল থেকে পালিয়ে যাওয়ার পরপরই নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের গ্রেফতারে চিরুনি অভিযান শুরু করে।পুলিশ জানায়, এক পর্যায়ে তারা ভারতের মধ্যাঞ্চলীয় মধ্য প্রদেশ রাজ্যের ভুপাল নগরীর উপকণ্ঠে কোনঠাসা হয়ে পড়ে এবং সেখানে তারা নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়।

ভুপালের পুলিশ মহাপরিদর্শক যোগেশ চৌধুরী এএফপিকে বলেন, ‘আমরা তাদেরকে আতœসমর্পনের কথা বললেও তারা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে। এক পর্যায়ে পুলিশ তাদেরকে লক্ষ্য করে গুলি করে। এতে তারা সকলে নিহত হয়।সন্ত্রাসী কর্মকান্ড চালানোর অভিযোগে বিচারের জন্য তাদের অধিকাংশকে এ কারাগারে গত তিন বছর ধরে রাখা হয়েছে। তারা স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অব ইন্ডিয়ার (এসআইএমআই) সদস্য বলে ধারণা করা হচ্ছে। তবে তাদের দু’জনকে গত ফেব্র“য়ারি মাসে গ্রেফতার করা হয়।চৌধুরী আরো জানান, নিহত এসব আসামি একই সেলে ছিল। কারাগারে খাওয়ার কাজে ব্যবহার করা স্টীলের প্লেট দিয়ে নিরাপত্তা কর্মীকে হত্যা করার পর তারা স্থানীয় সময় রাত ১২টা থেকে ২টার মধ্যে জেল থেকে পালিয়ে যায়। জেলের দেয়াল টপকিয়ে পালিয়ে যাওয়ার জন্য আসামিরা বিছানার চাদর একটার সাথে আরেকটা বেঁধে লম্বা করে নেয়।এদিকে ভারতীয় কর্তৃপক্ষ দেশে কয়েকটি ভয়াবহ বোমা হামলা চালানোর ঘটনায় এসআইএমআইকে অভিযুক্ত করে। তারা আরো জানায়, পাকিস্তান ভিত্তিক বিভিন্ন জঙ্গি সংঘঠনের সাথে গ্র“পটির সম্পর্ক রয়েছে।