গাজীপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি পদে সুদীপ কুমার চক্রবর্তীসহ ১৬ পদে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা জয়ী হয়েছেন। এছাড়া সাধারণ সম্পাদক পদে মোঃ মনজুর মোর্শেদ প্রিন্সসহ পাঁচটি পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা জয়ী হয়েছেন। ভোট গণনা শেষে শুক্রবার সকালে এ ফলাফল ঘোষণা করা হয়। এর আগে বৃহস্পতিবার দিনব্যাপী নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

২১ সদস্য বিশিষ্ট এ কমিটির নির্বাচনে সহসভাপতি পদে আলহাজ মো: আখতার হোসেন ও মোহাম্মদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক পদে মো: আজিজুল হক, লাইব্রেরি সম্পাদক পদে কাজী আলম, অডিটর পদে মুহা: মেহেদী হাসান জজ, মহিলা সম্পাদক পদে ফাহমিদা আছমত ও ৯ জন সদস্য সম্মিলিত আইনজীবি সমন্বয় পরিষদের থেকে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ওই কমিটিতে কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ দেলোয়ার হোসেন, সাংস্কৃতিক সম্পাদক পদে হামিদা পারভীন শৈলীসহ দুইজন সদস্য জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডাভোকেট আব্দুস সালাম জানান, এবারের নির্বাচনে ১ হাজার ৫১৬ ভোটারের মধ্যে ১ হাজার ৩৮২ জন ভোট দিয়েছেন। ভোট গণনাশেষে শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে।

মোস্তাফিজুর রহমান টিটু, স্টাফ রিপোর্টার, গাজীপুর।