চীনের উত্তরাঞ্চলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৩৬ জন নিহত ও ১৩ জন আহত হয়েছে। মহাসড়কের সুড়ঙ্গপথের দেয়ালের সাথে যাত্রী বোঝাই একটি বাস ধাক্কা খেলে এ হতাহতের ঘটনা ঘটে। খবর এএফপি’র। শুক্রবার চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, বৃহস্পতিবার রাতে শানজি প্রদেশে কিনলিং সুড়ঙ্গপথে বাসটি এ দুর্ঘটনার কবলে পড়ে।

সিচুয়ান প্রদেশের চেংদু থেকে ছেড়ে আসা এ বাস মধ্যাঞ্চলীয় লুয়াং নগরী অভিমুখে যাচ্ছিল। সিনহুয়া জানায়, আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। সিনা ওয়েবসাইটের খবরে বলা হয়, বাসটিতে ২ শিশুসহ ৪৯ জন যাত্রী ছিল। এদের মধ্যে দুই শিশু ছিল।

উল্লেখ্য, মঙ্গলবার রাতে সিচুয়ান প্রদেশে একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ২০ জনের মৃত্যু ও শতাধিক লোক আহত হয়। সেখানে এ শোক কাটিয়ে উঠতে না উঠতেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো।