লন্ডনে আন্ডারগ্রাউন্ড ট্রেনে বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজন যাত্রী পুড়ে গেছে বলে বলে জানিয়েছে লন্ডনের মেট্রো নিউজপেপার। এই ঘটনায় লন্ডনের ডিস্ট্রিক্ট লাইন টিউব ট্রেনের যাত্রীরা হঠাৎই আগুন দেখে হতবিহ্বল হয়ে পড়ে। ট্রেনটির পেছনের দিকে একটি সাদা কন্টেইনারে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কয়েকজন যাত্রীর শরীর পুড়ে যায়।

ট্রেনটির পেছনের অংশ ধোঁয়ায় ভরে উঠে এবং মানুষ দৌড়ে পারসন গ্রিন প্ল্যাটফর্মের দিকে পালিয়ে যেতে থাকে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। ঘটনার পর নিরাপত্তার কথা ভেবে ইয়ার্লস কোর্ট থেকে উইম্বলডনের মাঝে চলাচল করা ডিস্ট্রিক্ট লাইন সাসপেন্ড করা হয়েছে। তবে আগুন বা বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। পারসন গ্রিনে এই ঘটনার ব্যাপারে পুলিশ সচেতন আছে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।