ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুদ্ধ শেষ হওয়ার ঘোষণা দিয়েছে ইরাক।প্রধানমন্ত্রী হাইদার আল-এবাদি বাগদাদে এক সংবাদ সম্মেলনে শনিবার এ ঘাষণা দেন বলে জানায় বিবিসি।তিনি বলেন, আমাদের বাহিনী ইরাক-সিরিয়া সীমান্তের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে এবং আমি দায়েশের (আইএসকে ওই অঞ্চলে এই নামে ডাকা হয়) বিরুদ্ধে যুদ্ধ শেষ হওয়ার ঘোষণা দিচ্ছি।আমাদের শত্রুরা আমাদের দেশের বেসামরিক লোকজনকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু আমরা একতা ও দৃঢ় সংকল্প দ্বারা জয়লাভ করেছি। আমরা অল্প সময়ের মধ্যে বিজয় অর্জন করেছি।ইরাকের সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতেও আইএসের বিরুদ্ধে যুদ্ধ শেষ হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

নভেম্বরে ইউফ্রেতিস নদীর পাড়ের শহর রাওয়া থেকে আইএসকে হটিয়ে দেয় ইরাকী বাহিনী। তারপর সিরীয় সীমান্তের অল্প কিছু এলাকা জঙ্গি দলটির নিয়ন্ত্রণে ছিল।মাত্র দুইদিন আগে রাশিয়া মিত্রদেশ সিরিয়ায় আইএসের বিরুদ্ধে তাদের অভিযান শেষ করার ঘোষণা দিয়েছিল।গত মাসে সিরিয়ার সেনাবাহিনী দেশটিতে আইএসর সর্বশেষ ঘাঁটি সীমান্তবর্তী শহর আলবু কামাল এর ‘সম্পূর্ণ দখল’ নেওয়ার ঘোষণা দেয়।তবে সিরিয়া ও ইরাকে আইএসের পতন নতুন এক উদ্বেগের সৃষ্টি করেছে।

ধারণা করা হচ্ছে, বিভিন্ন দেশ থেকে আইএসে যোগ দেওয়া যোদ্ধারা এখন সিরিয়া সীমান্ত দিয়ে পালিয়ে যাবে এবং বিভিন্ন দেশে বিচিছন্ন হামলা করবে।বিবিসি জানায়, কিছু আইএস যোদ্ধা এখনও সিরিয়ার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে আছে। আবার কেউ কেউ তুরস্ক সীমান্ত পেরিয়ে পালিয়ে গেছে বলেও বিশ্বাস।২০১৪ সালে ইরাক ও সিরিয়ার বিস্তৃত অঞ্চল দখল করে ‘খেলাফত’ ঘোষণা করেছিল আইএস।