প্রাথমিক এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশ হয়েছে আজ। যেখানে পিইসিতে পাসের হার ৯৫ দশমিক ১৮ শতাংশ এবং ইবতেদায়ী পরীক্ষায় পাসের হার ৯২ দশমিক ৯৪ শতাংশ। এদিকে পিইসিতে জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৬২ হাজার ৬০৯ জন এবং ইবতেদায়ীতে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ২৩ জন। গত বছর প্রাথমিক সমাপনীতে ৯৮ দশমিক ৫১ শতাংশ ও ইবতেদায়ীতে ৯৫ দশমিক ৮৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল।

শনিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আনুষ্ঠানিকভাবে প্রাথমিক ও অষ্টম শ্রেণি সমাপনী পরীক্ষার ফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এসব পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের ভীতি কাটছে। একইসঙ্গে তারা উৎসাহিত হচ্ছে। দারিদ্রমুক্ত দেশ গড়ার লক্ষ্যে সরকার দেশের শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।