দেরাদুনে আফাগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলের হেড কোচের দায়িত্ব পালন করছেন দলের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ।  হেড কোচের দায়িত্বে থাকা হাথুরুসিংহের বিদায়ের পর দীর্ঘ সময় পার হলেও এখনো নতুন কাউকে নিয়োগ দিতে পারেনি বিসিবি। এর আগে, নিদাহাস ট্রফিতে টাইগারদের হেড কোচের দায়িত্ব পালন করেছেন সাবেক ক্যারিবিয়ান পেসার ওয়ালশ। বিসিবি বলছে, আফগানিস্তান সিরিজের পর আর ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগেই নতুন হেড কোচ পাবে সাকিব-মুস্তাফিজরা।

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি খেলতে ২৯শে মে ভারতের উদ্দেশে দেশ ছাড়বে সাকিব আল হাসান ও তার দল। সিরিজের সূচি অনুযায়ী, ৩, ৫ ও ৭ই জুন ভারতের দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ তিনটিতে টাইগাররা আফগানদের মোকাবেলা করবে।প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায়।