অনলাইন পত্রিকার রেজিস্ট্রেশন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছেন ডিসিরা। তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ‘ডিসিরা জানিয়েছেন—ভূঁইফোড় কিছু অনলাইন সংবাদপত্র ভুল তথ্য সংবলিত বিভিন্ন ধরনের খবর প্রকাশ করে। যা তথ্যভিত্তিক নয়। আমরা চাই সংবাদ হোক তথ্যভিত্তিক। তাই এগুলোর রেজিস্ট্রেশন প্রক্রিয়া দ্রুত করার দাবি জানিয়েছেন তারা।’
মঙ্গলবার (২৪ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে জেলা প্রশাসক সম্মেলনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন মন্ত্রিপিরষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

তারানা হালিম বলেন, ‘ডিসিরা জানিয়েছেন—ভূঁইফোড় ওইসব অনলাইন পত্রিকা অনেক সময় বিটিআরসি ব্লক করে, কিন্তু এতে কোনও সমাধান হয় না। আবারও তারা অন্য নামে চালু করে। আমরা চাই এগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হোক। যেন মনিটরিং করা সম্ভব হয়।’ তিনি বলেন, ‘আমরাও চাই এই কাজটি দ্রুত হোক। কিছু প্রক্রিয়া রয়েছে। এগুলো শেষ হলেই আমরা এই কাজ শেষ করতে পারবো।’

তারানা হালিম বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বিশেষ করে মেগা প্রকল্প ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ— এই কর্মসূচিগুলো ব্যাপকভাবে জনসাধারণকে অবহিত করতে ডিসিদের সহযোগিতা চেয়েছি। প্রতিটি জেলা এবং উপজেলায় তথ্যভবন নির্মিত হবে। কাজেই এই ভবন নির্মাণের জন্য জমির প্রয়োজন হবে। সেই জমি আগে-ভাগে চিহ্নিত করে রাখলে সুবিধা হবে। কাজটি তরান্বিত হবে। এই বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে।’ মঙ্গলবার (২৪ জুলাই) সকাল ১০টায় প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা মিলনায়তনে তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন ২০১৮ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।