নওগাঁর আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়েনের তারানগর গ্রামের ঐতিহাসিক খানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে তারানগর কেন্দ্রীয় ঈদগাহে এই ঐতিহাসিক খাবারের আয়োজন করা হয়। খাবারের ইতিহাস সূত্রে জানা গেছে আত্রাই উপজেলার কালিকাপুর ইউপির তারানগর গ্রামে জমিদার বাস করতেন। তিনি আত্রাই উপজেলা ও পার্শ্ববর্তী উপজেলা বাগমারার বিলে তাঁর মোট ২২ বিঘা জমিন তারানগর গ্রামের উন্নয়ন ও দ্বীনের স্বার্থে লিখে দিয়ে যান। এলাকাবাসী সূত্রে আরও জানা গেছে এই ২২ বিঘা জমিনের খরচ দিয়ে অত্র এলাকায় ৩টা মসজিদ ১টা ঈদগাহ ময়দান পরিচালনা করা হয়। এবং এই টাকা হতে প্রতিবছর অত্র এলাকার গ্রামের সবাইকে নিয়ে বিশাল খাওয়ার আয়োজন করা হয়। এইসময় দেখা গেছে তারা খাবার খেতে আসার সময় প্লেট গ্লাসের বদলে এনেছেন শিকা বাউক সহ পরিবারের চাহিদা অনুযায়ী ছোট বড় হাড়ি পাতিল। হাড়ি পাতিল আনার কারণ অনুসন্ধান করলে দেখা যায় এলাকার সকল মানুষ হওয়ায় তাদেরকে একসঙ্গে খাবার পরিবেশন করা অনেক কষ্টের বিষয় তাই পরিবারের পক্ষে হতে একজন করে আসেন এবং তাদের পরিবারের সদস্য অনুযায়ী সবাইকে খাবার বন্টন করা হয়।