গাজীপুরে শ্রীপুরের রঙ্গীলা বাজারে পরিত্যক্ত মালামালের স্তুপে রবিবার বিকেলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের মাওনা ষ্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের শ্রীপুরের ষ্টেশন অফিসার আল আমিন ও স্থানীয়রা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার রঙ্গীলা বাজার এলাকায় টিনসেডে তুলাসহ বিভিন্ন ক্যামিকেলের পরিত্যক্ত ড্রাম ও মালামাল স্তুপ করে রাখা ছিল। স্থানীয় ব্যবসায়ী বোরহান উদ্দিন’র মালিকানাধীন রনি এন্টারপ্রাইজের ওই পরিত্যক্ত মালামালে রবিবার বিকেল সাড়ে চারটার দিকে আগুনের সূত্রাপাত হয়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের শ্রীপুরের মাওনা ষ্টেশনের ৩টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। ফায়ার সার্ভিসের কর্মীর প্রায় সোয়া এক ঘন্টা চেষ্টার পর সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন পুরোপুরি নেভাতে রাত সোয়া ৭টার দিকে (এ রিপোর্ট লিখা পর্যন্ত) ড্যাম্পিংয়ের কাজ করছিল তারা। তবে ওই এলাকায় পানির উৎসের অভাবে আগুন নেভানোর কাজে কিছুটা বিঘœ ঘটে। তাৎক্ষণিক ভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।