সম্পদের হিসাব দাখিল না করার দুর্নীতি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. শেখ গোলাম মাহাবুব এ কারাদণ্ডাদেশ দেন। রায় ঘোষণার সময় জামিনে থাকা এ আসামি অনুপস্থিত থাকায় আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন।

মামলার বিবরণে দেখা যায়, ২০০১ সালে তৎকালীন দুর্নীতি দমন কমিশন (দুদক) ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে সম্পদের হিসাব দাখিল করার জন্য নোটিশ দেয়। কিন্তু তিনি সম্পদের হিসাব দাখিল না করায় ২০০৪ সালে ১৫ জানুয়ারি তৎকালীন দুদকের ব্যুরো লিয়াকত হোসেন এ মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে একই বছর ৩০ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল হয়।