ভারতের মহারাষ্ট্রে সেনাবাহিনীর একটি গোলাবারুদের ডিপোর কাছাকাছি কামানের গোলা বিস্ফোরিত হয়ে ছয়জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে কমপক্ষে ১০ জন। আজ মঙ্গলবার সকালে রাজ্যের ওয়ার্ধা জেলায় ২৩ মিলি মিটারের একটি সেল বিস্ফোরিত হয়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে প্রতিরক্ষা কর্মকর্তারা।

পুলিশের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন মারা যায়। যখন এ ঘটনা ঘটে তখন পালগন নামে ওই গোলাবারুদের ডিপোর মাঠে গোলাবারুদ নিয়ে যাওয়া হচ্ছিল। সেনাবাহিনী জানায়, মধ্যপ্রদেশ রাজ্যের খামারিয়াভিত্তিক একটি অস্ত্র কারখানাকে বিস্ফোরক ধ্বংস করার কাজে ব্যবহারের জন্য স্থানটি দেওয়া হয়েছে।

ওয়ার্ধার সিনিয়র পুলিশ অফিসার নিখিল পিনগেল বলেন, ‘গোলাবারুদের একটি বক্স নামানোর সময় এটি বিস্ফোরিত হয়। একটি উন্মুক্ত স্থানে বিস্ফোরণটি ঘটে।’ এর আগে ২০১৬ সালে এই ডিপোতে বিস্ফোরণে ১৬ জন নিহত হয়।