বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২১ জন বিশিষ্ট নাগরিককে ২০১৯ সালের একুশে পদক দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার যুগ্মসচিব মোঃ ফয়জুর ফারুকী স্বাক্ষরিত এক তালিকায় এই ২১ গুণী ব্যক্তির নাম ঘোষণা করা হয়েছে।

পদকপ্রাপ্তরা হলেন অধ্যাপক হালিমা খাতুন (মরণোত্তর), গোলাম আরিফ টিপু, অধ্যাপক মনোয়ারা ইসলাম, সুবীর নন্দী, আজম খান (মরণোত্তর), খায়রুল আনাম শাকিল, লাকী ইনাম, সুবর্ণা মুস্তাফা, লিয়াকত আলী লাকী, সাইদা খানম, জামাল উদ্দিন হোসেন, ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য, ড. বিশ্বজিত ঘোষ, ড. মাহবুবুল হক, ড. প্রণব কুমার বড়ুয়া, রিজিয়া রহমান, ইমদাদুল হক মিলন, অসীম সাহা, আনোয়ারা সৈয়দ হক, মইনুল আহসান সাবের এবং হরিশংকর জলদাস।

আগামী ২০ ফেব্রুয়ারি বিকেল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এই ২১ গুণীজনের হাতে পদক তুলে দিবেন।