অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক ও র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, বাংলাদেশের পুলিশ এখন সারা বিশ্বে মর্যাদা ও আস্থার প্রতীক। পুলিশ এখন আর আগের পুলিশ নেই, তাদের পেশাগত দক্ষতা ও যোগ্যতা এখন অনেক বেড়েছে। বাংলাদেশ যেমন এগিয়েছে। পুলিশও তেমন এগিয়ে গেছে।বোববার সন্ধ্যায় পাবনা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বেনজীর আহমেদ আরো বলেন, বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। কৃষি, শিক্ষাসহ সব ক্ষেত্রে অনুকরণীয় হয়ে উঠছে। বাংলাদেশের জঙ্গীবাদ, সন্ত্রাস দমনে আইন শৃঙ্খলা বাহিনী গুরুত্বপুর্ন ভুমিকা রেখে চলেছে। সবার সহযোগিতায় বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ। এর আগে বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বেনজীর আহমেদ।পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জ পুলিশের উপ-মহাপুলিশ পরিদর্শক এম খুরশীদ হোসেন, স্কয়ার টয়লেট্রিজ ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু, জেলা দায়রা জজ মোঃ বজলুর রহমান, সাবেক ভুমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু এমপি, পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, পাবনার জেলা প্রশাসক জসিম উদ্দিন, পাবনা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক শিবজিত নাগ, চেম্বারের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী প্রমুখ। পাবনা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মোট ৪২টি ইভেন্টে প্রায় ৪শ’ প্রতিযোগী অংশগ্রহণ করেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সহ-সভানেত্রী মিসেস জীশান মীর্জা। এ সময় কার্যকরী সদস্য দিলরুবা খুরশীদ ও পাবনা জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির সভাপতি ফারহানা রহমান উপস্থিত ছিলেন।