ডেঙ্গু নিয়ে সরকারের দায়িত্বশীলদের সংযত হয়ে কথা বলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন দেশে নেই এবং তিনি নিজেও ডেঙ্গুর প্রকোপ নিয়ে চিন্তিত বলে জানান ওবায়দুল কাদের।

শুক্রবার (২৬ জুলাই)সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী এখন দেশে নাই। আমার মনে হয় এই সময়টা অত্যন্ত সংবেদনশীল। এই সময় আমাদের সবারই সংযত হয়ে দায়িত্বশীল কথা-বার্তা বলা উচিত। কথা বেশী না কাজে মনোনিবেশ করবেন সবাই।বৃহস্পতিবার (২৫ জুলাই) ডেঙ্গু নিয়ে স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকা দক্ষিণ সিটি করপোরশেনর মেয়রের বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, তারা দুজনে যেটা বলেছেন, এটা তাদের নিজেদের মতামত হতে পারে। তবে ডেঙ্গুর বিষয়টাকে সহজভাবে নেওয়ার কোনো উপায় নেই।

অন্যান্য দেশে ছড়িয়ে পড়েছে বলে আমাদের এখানে ডেঙ্গুর যে প্রকোপ এ ব্যাপারে আমরা নিজেদের দায়িত্বকে উপেক্ষা করব, সেটাও সঠিক নয়। যার যার দায়িত্ব সমন্বিতভাবে পালন করতে হবে। কাজেই কথা না বলে, কাজে মনোনিবেশ করার জন্য সংশ্লিষ্ট সকলের কাছে আহ্বান জানাচ্ছি। বলে যোগ করেন তিনি।

ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধিতে দুই সিটি করপোরেশনের মেয়রের কোনো দায় বা ব্যর্থতা আছে কি না এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, তারা চেষ্টা করছে এবং তারা যাতে তাদের কর্মকান্ড আরও জোরদার করে বিভিন্নভাবে। শুধু ওষুধ ছিটালে হবে না, ডেঙ্গু মশা যেখানে জন্ম হয় এবং যে আবাসস্থল গড়ে ওঠে, সেগুলো প্রটেকশন দেওয়া এবং কার্যকর ওষুধ ছিটানোর ব্যাপারটাও দেখতে হবে।

অপর এক প্রশ্নের জবাবে কাদের বলেন, ডেঙ্গু ষড়যন্ত্রের অংশ এটা বলা চলে না। ডেঙ্গু একটা ব্যাধি। এডিস মশার প্রকোপ বেড়েছে এবং এডিস মশার কামড় থেকে এ রোগের উৎপত্তি। কাজেই গুজব দিয়ে রোগ সৃষ্টি করা যায়নি এবং বৃদ্ধিও করা যায় না। প্রিয়া সাহার বক্তব্যের সাথে ছেলেধরা গুজব কোন সরকারবিরোধী ষড়যন্ত্রের অংশ কি না এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এখানে একটা স্বার্থান্বেষী মহল জড়িত থাকতে পারে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র; পুরোপুরি এর সঙ্গে জড়িত এটা আমরা মনে করি না।

আমার মনে হয় এই ব্যাপারটি নিয়ে নিউজের কলেবর বাড়ানো উচিত নয়। কারণ দেশে অনেক সমস্যা এখন আছে। বন্যা আছে, ডেঙ্গু আছে। এসব বিষয় নিয়ে বেশী আমার মনে হয়, মাথা ব্যাথার কারণ। এখন প্রিয়া সাহা আমাদের মাথা ব্যাথার কারণ নয়। আমাদের মাথাব্যাথার কারণ হল বন্যায় মানুষ কষ্ট পাচ্ছে। ডেঙ্গুতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং প্রতিদিনেই শত শত লোক হাসপাতালে ভর্তি হচ্ছে। এই বিষয়গুলোকে আমরা এখন ফোকাসে আনব। এখন প্রিয়া সাহা কোনো ফোকাসের বিষয় নয়।

এ বিষয়টি নিয়ে আর মনে হয়, স্পেস নষ্ট না করাই ভাল। আমরা মশা মারতে কামান দাগাতে চাই না। আপনাদের কাছেও আমার অনুরোধ দায়িত্বশীল সাংবাদিক হিসেবেও আপনারা মশা মারতে কামান দাগাবেন না, এ বিষয়টি নিয়ে আর বাড়াবাড়ির কোনো প্রয়োজন নেই। আমাদের অনেক কাজ আছে।

সংবাদ সম্মেলনে অন্যান্য আওয়ামী লীগ নেতাদের মধ্যে সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।