নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফহুইফ জয়নুল আবদিন ফারুক বলেছেন, অতীতের লুটপাটের অভিজ্ঞতা যে সরকারের আছে সেই সরকারের কাছে কোনোকিছু দাবি করে কোন লাভ নেই। তাই আসুন রাজপথে নেমে গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করি। রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘অপরাজয় বাংলাদেশ’ নামক একটি সংগঠন আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, বেগম জিয়াকে সরকারি সিদ্ধান্তে মুক্ত করা যাবে না। রাজপথে থাকার অভিজ্ঞতা আমাদের আছে। আমরা বহুবার আন্দোলন সংগ্রাম করেছি। যদি মুক্ত করতে হয় তাহলে সকলকে মিলে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামতে হবে। এই সরকারের কাছে দাবি করে কোন ফল পাওয়া যাবে- এটা আমি এটা বিশ্বাস করি না।

তিনি বলেন, কারাবন্দি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যদি এই মুহূর্তে কারাগার থেকে বের হয়ে মানুষের সামনে উপস্থিত হোন তাহলে সরকার এক মিনিটও ক্ষমতায় থাকতে পারবেন না। তাই একটি অসত্য মিথ্যা মামলায় কারা বন্দী করে রাখা হয়েছে। কারন সরকার ভয় পায়। তারা জানে বেগম জিয়া যদি এই মুহূর্তে কারাগার থেকে বের হয়ে মানুষের সামনে উপস্থিত হোন তাহলে তারা (সরকার) এক মিনিটও ক্ষমতায় থাকতে পারবেন না।

অনির্বাচিত সরকার স্বাস্থ্যখাত,পাট শিল্প, শেয়ার বাজার ধ্বংস করে এখন চামড়া শিল্পকে ধ্বংসের পাঁয়তারা করছে মন্তব্য করে জয়নুল আবদিন ফারুক বলেন, এই সরকারের আমলে সম্মানিত বিচারকদের নিয়েও প্রশ্ন করা হচ্ছে? এই সরকারের আপনজনেরা সিন্ডিকেট করে এই এতিম গরিবদের হকের টাকা চামড়া শিল্পকে ধ্বংস করে দিয়ে টাকা আত্মসাৎ করেছে।